নয়া দিল্লি: সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমত সতর্ক করল তালিবান। চুক্তি মেনে ৩১ অগস্টের মধ্যে আমেরিকার শেষ সেনাকে ফিরে যেতে হবে বলে সোমবার দাবি তুলেছে তারা। যদি ডেডলাইন না মানা হয় তাহলে ফল ভাল হবে না, এমনভাবেই হুঁশিয়ারি দিল তালিবানরা।


সোমবার তালিবানের মুখপাত্র জানায়  ‘‌প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৩১ আগস্টের মধ্যে আমেরিকান সেনা সরিয়ে নেওয়া হবে। যদি সেটা না হয়, তার অর্থ আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা রয়েছে। যা থাকার কথা নয়। মনে রাখবেন, ডেডলাইন নয়, ওটা রেডলাইন। তার পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকবে হবে।’‌ 


এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন নাগরিকদের উদ্ধার করা হবে। রবিবারই সাংবাদিক বৈঠকে বাইডেন জানিয়েছেন ৩১ অগাস্টের মধ্যে এই কাজ শেষ করার জন্য। তবে প্রয়োজন পড়লে সময়সীমা আরও বাড়াতে চান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দাবি করেছেন যে আফগানিস্তান থেকে নাগরিকদের ফিরিয়ে আনার যে অভিযান তা "ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটি"।


এই মুহূর্তে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায় রয়েছে অন্তত ৫ হাজার মার্কিন সেনা। এর আগে বাগরাম এয়ারবেস–সহ দেশের বেশিরভাগ জায়গা থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হতেই সেগুলির দখল নিতে শুরু করে তালিবান।   


বাইডেন বলেন, "কোনও আমেরিকান দেশে আসতে চাইলে, আমরা তাঁদের অবশ্যই ফিরিয়ে আনব কিন্তু কোন ভুল করা যাবে না এখানে। এই অভিযান অত্যন্ত বিপজ্জনক। এতে আমাদের সশস্ত্র বাহিনী ঝুঁকির মধ্যে রয়েছে এবং এটি কঠিন পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে।" তিনি আরও বলেন, ১৪ অগস্ট থেকে মার্কিন সামরিক বিমানের মাধ্যমে প্রায় ১৩ হাজার নাগরিককে সরিয়ে আনা হয়েছে। আর শুধুমাত্র বৃহস্পতিবারেই ৫৭০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।