ওয়াশিংটন: আফগানিস্তানে আমেরিকার একজন নাগরিকও তালিবানের হাতে আক্রান্ত হলে প্রচণ্ড শক্তিশালী প্রত্যাঘাত করবে আমেরিকা। তালিবানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 


এদিন নাগরিকদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, আফগানিস্তানে হিংসা দমনের জন্য আমেরিকা চেষ্টা চালিয়ে যাবে। সেইসঙ্গেই তাঁর হুঁশিয়ারি, একজনও আমেরিকার নাগরিক তালিবানের হাতে আক্রান্ত হলে প্রচণ্ড শক্তিশালী প্রত্যাঘাত করবে আমেরিকা।
 
দু’দশকের যুদ্ধের পর আমেরিকার সেনা ফিরে যেতেই ফের আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচিত হতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। 


এই পরিস্থিতিতে এদিন দেশবাসীর উদ্দেশে বার্তায় জো বাইডেন সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। আফগানিস্তানের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন।  তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আফগানের প্রশিক্ষিত সেনাবাহিনী।  


তালিবানের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছেটাই ছিল না আফগান সেনার। আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখে পড়ে এই সাফাই দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।  


পাশাপাশি, দেশে বিদেশে সমালোচনার মুখে পড়ে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরই দায় চাপালেন জো বাইডেন। 


আমেরিকার প্রেসিডেন্টের দাবি, তালিবানের সঙ্গে সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্পের আমলেই সমঝোতা হয়েছিল।  তিনি শুধু সেই সমঝোতা মতো চলেছেন।  


তালিবানের হাতে কাবুলের পতনের পর চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আফগানিস্তানে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র তালিবান জঙ্গিরা। 


কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে এখনও দেশ ছাড়ার অপেক্ষায় বহু আফগান। আমেরিকার তরফে জানানো হয়েছে, কাবুল বিমানবন্দর বিমান ওঠানামার জন্য খোলা রয়েছে। 


তবে, বিমানবন্দরের পরিস্থিতি ভয়াবহ। দেশ ছাড়ার মরিয়া চেষ্টায় বিমানের গায়ে বাদুড়ের মতো ঝুলতে দেখা গিয়েছে মানুষকে।  কেউ কেউ আবার বিমান থামানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে পড়ছে রানওয়েতে চলন্ত বিমানের সামনে। 


সূত্রের খবর, গত দুদিনে কাবুল বিমানবন্দরে আমেরিকার সেনার গুলি ও বিমানে উঠতে গিয়ে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। 


এদিকে, আফগানিস্তানে এখনও আটকে বহু ভারতীয়। আজই ১৫০ জনকে নিয়ে সেনার বিমান কাবুল থেকে ফিরছে। ওই ১২০ জনকে গতকাল রাতেই কাবুল বিমানবন্দরে নিয়ে আসা হয়। 


সূত্রের খবর, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দু’একদিনের মধ্যেই আফগানিস্তান থেকে নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।  


এরইমধ্য বিদেশ মন্ত্রক আফগানিস্তান থেকে ভারতে আসার জন্য বিশেষ ই-ভিসা চালু করেছে বলে সূত্রের খবর।