ক্যালিফোর্নিয়া: বিবাহবিচ্ছিন্ন স্ত্রীর ক্লাসরুমে ঢুকে গুলি চালিয়ে তাঁকে খুন করলেন স্বামী। গুলিতে বেঘোরে মারা পড়ল এক পড়ুয়া, গুরুতর জখম আর একজন। সব শেষে নিজেকেও গুলি করে মারলেন স্বামীও। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোর নর্থ পার্ক স্কুলে ঠিক এভাবেই কয়েক মুহূর্তের মধ্যে তাণ্ডব হয়ে গেল।


মৃত শিক্ষিকা ছিলেন স্পেশাল এডুকেটর, নাম এলেন স্মিথ, বয়স ৫৩। কয়েক মাস আগেই সেড্রিক অ্যান্ডারসনকে বিয়ে করেন তিনি। মাসখানেক হল তাঁরা আলাদা থাকছিলেন। এলেনের স্বামী হওয়ার সুবাদে তাঁকে চিনতেন স্কুলকর্মীরা। মার্কিন সময় সোমবার, স্কুল চলাকালীন হাজির হন সেড্রিক। বলেন, স্মিথকে কিছু দিতে এসেছেন তিনি।

স্পেশাল এডুকেটরের ক্লাসে তখন ছিল গোটা ১৫ পড়ুয়া ও ২ সহকারী। অ্যান্ডারসন ক্লাসরুমে ঢুকে তাঁর গোটা রিভলভার গুলি চালিয়ে খালি করে দেন। তারপর আবার তা ভরে গুলি চালান নিজের ওপর।

জোনাথন মার্টিনেজ নামে ৮ বছরের গুরুতর আহত এক ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে তখনই তার মৃত্যু হয়। আর এক ছাত্রের হাসপাতালে চিকিৎসা চলছে।

ছেলেমেয়ের খোঁজ পেতে আতঙ্কিত বাবা মায়েদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

অ্যান্ডারসনের বিরুদ্ধে হিংসা, নিষিদ্ধ মাদক গ্রহণ ও অস্ত্র রাখার অভিযোগ ছিল। সম্ভবত এ কারণেই তার বিয়ে বেশিদিন টেকেনি।

২০১৫-র ডিসেম্বরে এই সান বার্নার্ডিনোয় জঙ্গি হামলা চলায় দুই স্বামী স্ত্রী সৈয়দ রিজওয়ান ফারুক ও তসফিন মালিক। নির্বিচারে গুলি ছুঁড়ে ১৪জনকে খুন করে তারা, আহত হন ২২জন।