পড়ুয়াদের মদ্যপানের ক্ষমতার পরীক্ষা করে সাসপেন্ড চিনা শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2016 10:27 AM (IST)
বেজিং: পড়ুয়ারা কে কতটা পড়াশোনা করছে, তা নয়, কে কেমন মদ গিলতে পারে, তা পরীক্ষা করে সাসপেন্ড চিনের এক শিক্ষক! পরীক্ষায় যোগ দিয়ে ক্যাম্পাসে নেশায় টালমাটাল হয়ে পড়ে বহু পড়ুয়া। গু মিং নামে ওই শিক্ষক গুইঝাও প্রদেশের এক শিক্ষা প্রতিষ্ঠানে চিরাচরিত চিনা ওষুধ তৈরির পদ্ধতির প্রশিক্ষণ দেন। নিজের অফিসেই তিনি পড়ুয়াদের মদ্যপানের ক্ষমতা যাচাই করেন বলে অভিযোগ। এক পড়ুয়া চিনা সোস্যাল সাইট ওয়েইবো-য় পোস্ট করে বলেছেন, যারা পুরো এক গ্লাস মদ খেতে পারবে, তারা পাবে ১০০ মানে পুরো নম্বর। যারা আধ গ্লাস পান করবে, তারা পাবে ৯০। যারা এক চুমুক খাবে, তারা পাবে ৬০। আর যারা একেবারেই মদ্যপান করে না, তারা পুরো ফেল-এমনই ছিল মাপকাঠি। ওই প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর ফু গুইসেং সরকার পরিচালিত জিনহুয়া সংবাদ সংস্থাকে জানান, গু হয়ত মজা করতেই চেয়েছিলেন। কিন্তু তাঁর উদ্যোগ তীব্র সমালোচনার মুখে পড়েছে সোস্যাল মিডিয়ায়। জোর বিতর্কও হচ্ছে অবশ্য। অনেকে গু-কে একহাত নিলেও কেউ কেউ বলছেন, মদ খাওয়ার মতো সমাজে স্বীকৃত প্রথা সম্পর্কে পড়ুয়াদের সড়গড় করতেই হয়ত চেয়েছিলেন তিনি। লাপিংজুন নামে এক ওয়েইবো ব্যবহারকারী বলেছেন, পড়ুয়াদের অনেকে হয়ত সেলস-এর মিটিংয়ে যাবে। কে কতটা মদ খেতে পারে, তা দিয়ে হয়ত ঠিক হবে সে কত ব্যবসা আনতে পারে। মদ্যপানের মধ্য দিয়ে অন্যের মন, আস্থা জয় করার এক সংস্কৃতি ছড়াচ্ছে এ দেশে। দুঃখজনক হলেও সত্যি এটা।