ওয়াশিংটন: হোয়াইট হাউসের ক্ষমতা দখলের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন মার্কিন সেনেটর টেড ক্রুজ। ফলে আরও সহজ হয়ে গেল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের লড়াই। মনোনয়নের প্রথম পর্ব থেকেই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগ্ যুদ্ধে জড়িয়ে পড়েন টেক্সাসের সেনেটর টেড ক্রুজ। টক্কর চলছিল সমানে-সমানে। কিন্তু গতকাল ইন্ডিয়ানায় প্রাথমিক পর্যায়ের মনোনয়নের ফল ঘোষণার আগেই লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ান ক্রুজ।

 

ইন্ডিয়ানায় ট্রাম্প পেয়েছেন ৫১ দশমিক ৪ শতাংশ ভোট। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ৩৬ শতাংশ ভোট পেয়েছেন।