কাবুল: আফগানিস্তানে জঙ্গিদের নারকীয় তাণ্ডবলীলা। মঙ্গলবার বন্দুকদারী জঙ্গিরা ঢুকে পড়ে কাবুলের একটি প্রসূতি হাসপাতালে। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় গুলি বিনিময়। এই ঘটনায় দুই সদ্যোজাত ও তাদের মায়েরা সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে চারজন। দাশটি বার্চির ১০০ শয্যার হাসপাতাল নিশানা করে জঙ্গিরা।
এর পাশাপাশি আফগানিস্তানের পূর্বপ্রান্তের নানগরহর প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা কমপক্ষে ৩০।
কাবুলে হাসপাতালে হামলার দায় এখনও স্বীকার করেনি জঙ্গিদের কোনও গোষ্ঠী। যদি আইএস এবং তালিবান-উভয় গোষ্ঠীই কাবুল ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সক্রিয়। দুই গোষ্ঠীই মাঝেমধ্যেই সামরিক ও নিরাপত্তা বাহিনীকে নিশানা করে হামলা চালায়।তাদের হামলা থেকে বাদ পড়ে না নিরীহরাও।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র তারেক আরিয়ান বলেছেন, গুলি বিনিময়ের মধ্যেই নিরাপত্তা বাহিনী ৮০ জনের বেশি মহিলা ও শিশুকে হাসপাতালেরর বাইরে নিয়ে আসে। মন্ত্রকের প্রকাশ করা ছবিতে নিরাপত্তা বাহিনীকে সদ্যোজাত ও তাদের মায়েদের হাসপাতালের বাইরে বের করে নিয়ে আসতে দেখা গিয়েছে।
উপস্বাস্থ্যমন্ত্রী ওয়াজিদ মাজরোহ ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, কমপক্ষে চারজন জখম হয়েছে।
ভারত আফগানিস্তানে এই জোড়া জঙ্গি হামলার নিন্দা করেছে। এই নারী ও সদ্যোজাতদের ওপর হামলাকে বর্বরোচিত বলে নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক বলেছে, মা , সদ্যোজাত, নার্স ও শোকার্ত পরিবারের ওপর এই হামলা খুবই হৃদয়বিদারক এবং তা মানবতার বিরুদ্ধে অপরাধ। নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনাও জানিয়েছে ভারত। এই জঘন্য হত্যালীলায় জড়িতদের ও তাদের মদতদাতাদের যথোচিত শাস্তি বিধানের ওপর গুরুত্ব আরোপ করেছে ভারত।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আফগানিস্তানে প্রসূতি হাসপাতালে নারকীয় জঙ্গি হামলা, ২ সদ্যোজাত, তাদের মা সহ হত ১৪, তীব্র নিন্দা ভারতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2020 03:56 PM (IST)
আফগানিস্তানে জঙ্গিদের নারকীয় তাণ্ডবলীলা। মঙ্গলবার বন্দুকদারী জঙ্গিরা ঢুকে পড়ে কাবুলের একটি প্রসূতি হাসপাতালে। এরপর পুলিশের সঙ্গে শুরু হয় গুলি বিনিময়। এই ঘটনায় দুই সদ্যোজাত ও তাদের মায়েরা সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে চারজন। দাশটি বার্চির ১০০ শয্যার হাসপাতাল নিশানা করে জঙ্গিরা।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -