নয়াদিল্লি : রাস্তার দেয়ালে আটকে বাচ্চা মেয়েটি! একঝলক দেখলে চোখে ধাঁধা লাগতে বাধ্য। নেটবাসিন্দারা ধন্দে একটি ভাইরাল ছবি ঘিরে। যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়ে তার হাতে ফোন ধরে। তবে তার বুকের থেকে নীচের অংশ দেখা যাচ্ছে না। একঝলক দেখলে মনে হবে যেন রাস্তার ফুঁড়ে বেরিয়ে এসেছে বাচ্চাটি। কিন্তু আসলে তেমনটা নয়। রাস্তার ধারে এক রেলিংয়ে ঠেস দিয়ে আছে বাচ্চাটি। ক্যামেরার কারসাজিতে এমনভাবেই ছবি তোলা হয়েছে, যাতে চোখে ধাঁধা লাগতে বাধ্য।


দু-সপ্তাহ আগে প্রথম রেডিটে ছবিটি প্রকাশ করা হয়েছিল। আর এই কয়েকদিন আগে ট্যুইটারে টিম কিয়েৎজম্যান ছবিটি শেয়ার করেন। ফটোটির সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন, 'একফোঁটাও ফটোশপ করা হয়নি কিন্তু।' ছবিতে দেখা যাচ্ছে, গোলাপি জামা পড়ে একটি বাচ্চা মেয়ে- তার ফোন হাতে দাঁড়িয়ে। কিন্তু ছবি তোলার সময় ক্যামেরাটি এমন ভাবেই রাখা হয়েছে, যাতে মনে হচ্ছে রাস্তা ফুঁড়ে বেরিয়ে এসেছে মেয়েটি। যদিও ছবিটি জুম করে দেখলেই ধাঁধা কেটে যায়।


ছবিটি জুম করলেই দেখা যাবে, সবুজ ঘাসের পাশে দেওয়ালের আস্তরণ যেখানে শুরু হয়েছে, ঠিক সেখানেই বাচ্চাটির ছায়া পড়েছে। আর খতিয়ে দেখলেই মালুম হবে সবুজ ঘাসের আস্তরণ ও রাস্তা একই উচ্চতায় রয়েছে। আর কিছুটা দূরের রাস্তার ধারে থাকা গাছগুলি রয়েছে তার থেকে বেশি উচ্চতায়। যাতেই বোঝা যাবে, রাস্তার ধারে দেওয়ালে আসলে হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের ছবি তুলছে বাচ্চা মেয়েটি। কিন্তু ক্যামেরার কারসাজিতে একঝলক দেখে তা বোঝার উপায় নেই।



টিম কিয়েৎজম্যানের পোস্ট করা ছবিটি ট্যুইটারে ইতিমধ্যে ৮ হাজারের বেশি লাইক পেয়েছে। দেড় হাজারের বেশি রিট্যুইট হয়ে গিয়েছে ছবিটি। অনেকেই সেখানে এসে বিষয়টি না বুঝতে পারার কথা জানিয়েছেন। যদিও টিম কিয়েৎজম্যান নিজেই দায়িত্ব নিয়ে বিষয়টা বুঝিয়ে বলেছেন সব নেটাগরিকদের। পাশাপাশি ক্যামেরার কারসাজিতে কীভাবে এমন চোখে ধাঁধা লাগানো ছবির আরও বেশ কিছু নমুনাও শেয়ার করেছেন তিনি।