মিনিট দুয়েকের শ্বাসরুদ্ধকর ভিডিও, বিপদের মুখেও জীবনের অদম্য সংগ্রাম
ABP Ananda, web desk | 11 Nov 2016 01:22 PM (IST)
কলকাতা:এমন একটা ভিডিও যা দেখলে প্রবল উত্কন্ঠায় পড়তে হতে পারে। এক ঝাঁক সাপের তাড়া একটি গোসাপকে। চতুর্দিকে ঘিরে ফেলা হয়েছে তাকে। এরপর কী হবে! বিবিসি-র ডকুমেন্টারি সিরিজের প্ল্যানেট আর্থ ২-এর ওই ভিডিও ক্লিপ এই মুহূর্ত্তে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা খনিতে সাপের ডেরায় চলে গিয়েছে ছোট্ট একটি গোসাপ। তাকে দেখতে পেয়ে একের পর এক সাপ গিলে খেতে আসছে। কিন্তু এত সহজে হার মানতে রাজি নয় ছোট্ট সরীসৃপটি। এরপর কীভাবে সে পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাল তা ধরা পড়েছে ভিডিওটিতে। ভিডিওটি দেখতে শুরু করলে চোখ ফেরানো কার্যত অসম্ভব। জানতে ইচ্ছে করবে, গোসাপটি কি নিজেকে বাঁচাতে পারল? দেখুন সেই ভিডিও-