ওয়াশিংটন:ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। ওয়াশিংটনের বার্লিংটনে শপিং মলে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল ৫ জনের। সন্দেহভাজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

মাত্র সাত দিনের ব্যবধান। আবার রক্তাক্ত আমেরিকা। নিউইৰ্য়কের পর এবার ওয়াশিংটনের মলে চলল হামলা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটা। সপ্তাহান্তের ভিড় তখন বাড়তে শুরু করেছে ওয়াশিংটনের বার্লিংটনের ক্যাসকেড মলে। আচমকাই শোনা গেল গুলির শব্দ। প্রথমটায় কিছু বুঝে ওঠার আগে আবার গুলির শব্দ। আতঙ্কে শুরু ছুটোছুটি। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার আগেই গুলিতে মৃত্যু কয়েক জনের। আহত হয়েছেন আরও অনেকে। ফের হামলা হতে পারে এই আশঙ্কায় সকলেই মল থেকে বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় আশাপাশের সমস্ত দোকান। গোটা এলাকা ঘিরে ফেলে বিরাট পুলিশ বাহিনী।

গুলি চালানোর ঘটনায় বছর কুড়ির এক তরুণ সন্দেহভাজনের খোঁজ শুরু হয়েছে। ক’জন বন্দুকবাজ ছিল, সেই বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা। ওয়াশিংটন পুলিশ সূত্রে খবর, মল থেকে কিছুটা দূরে এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। সেই ব্যক্তি হামলার সঙ্গে জড়িত কি না তা জানতে তল্লাশি শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে জঙ্গি যোগের প্রমাণ মেলেনি বলে দাবি ওয়াশিংটন পুলিশের। একই ভাবে সপ্তাহখানেক আগে হওয়া নিউইর্য়কের হামলার পরেও সন্ত্রাস যোগ স্বীকার করা হয় নি।