ওয়াশিংটন: ফের আমেরিকায় বন্দুকবাজ হামলা। খবরে প্রকাশ, এদিন দুজায়গায় হামলা চালায় বন্দুকবাজ। একটি ঘটনা ঘটেছে লুসিয়ানাতে। সেখানে ব্যাটন রুজে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ১০ পুলিশকর্মী আহত হন। গুরুতর অবস্থায় তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।
সংবাদসংস্থা সূত্রের খবর, ইতিমধ্যেই ৩ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর মুখ কালো কাপড়ে ঢাকা ছিল বলে জানা গিয়েছে। সংবাদসংস্থার দাবি, পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মারা গিয়েছে হামলাকারীও।
অন্যদিকে, ফ্লোরিডায় ফের বন্দুকবাজ হানা দেয়। এবারের ঘটনাস্থল অরল্যান্ডো থেকে ৬৪ কিলোমিটার পূর্বে একটি হাসপাতালে। ওই ঘটনায় মারা গিয়েছে ২ জন। তিতুসভিল পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজন প্রবীণ মহিলা রোগী। অন্যজন ওই হাসপাতালের এক মহিলা কর্মী। পুলিশ ওই হামলাকারীকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত গতমাসেই অরল্যান্ডোর একটি সমকামী নাইট ক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে মেরে ফেলে এক বন্দুকবাজ।
ফের আমেরিকার দু'জায়গায় বন্দুকবাজ হামলা, মৃত ৩ পুলিশকর্মী সহ ৫, খতম ১ হামলাকারী
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2016 03:50 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -