নয়াদিল্লি:  কঙ্গোতে ভারতীয় সেনার (Indian Army) ঘাঁটিতে হামলা। সেখানে ভারতীয় সেনার ঘাঁটি ও তার সঙ্গেই থাকা একটি হাসপাতালে হামলা চালায় সেখানকার কিছু অসামরিক সশস্ত্র বাহিনী। মূলত লুট করার জন্য়ই হামলা হয়। হামলাকারীদের পরাস্ত করেছে ভারতীয় সেনা।  এমনটাই জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে।


 






কঙ্গোতে মোতায়েন রয়েছে ভারতের শান্তিরক্ষা বাহিনী (Indian Peackeeping Force)। ইউনাইটেড নেশনসের (United Nations) নিয়ম এবং নিযুক্তির নিয়ম মেনেই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। ইউনাইটেড নেশনসের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, সম্পত্তির (Asset) সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 


শান্তিরক্ষায় ভারতীয় সেনা:
ইউনাইটেড নেশনসের শান্তিরক্ষা বাহিনীতে রয়েছে ভারত (India)। বিশ্বজুড়ে মোট আটটি ইউনাইটেড মিশনে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। এখন এই কাজে ইউনাইটেড নেশনসের পতাকার (UN Flag) অধীনে ভারতের প্রায় সাড়ে পাঁচ হাজার সেনা কর্মরত।


আগেও হামলা:
এর আগে মে মাসেও কঙ্গোতে (Congo) এরকমই একটি ঘটনা ঘটেছিল। সেবার কঙ্গোর সেনার সঙ্গে (FARDC) হাত মিলিয়ে সেই হামলা রুখে দিয়েছিল কঙ্গোতে থাকা শান্তিরক্ষা বাহিনী (UN Peacekeeping Force)। সেই হামলার নিন্দা করেছিল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল (United Nations Security Council)। শান্তিরক্ষা বাহিনীর উপর প্ররোচনা ছাড়াই হামলা (Attack) হয়েছিল বলে জানিয়েছিল ইউনাইটেড নেশনস। 


আরও পড়ুন: 'একক নয়, প্রত্যেক দরিদ্র নাগরিকের সাফল্য', রাষ্ট্রপতি পদে শপথের পর বার্তা দ্রৌপদী মুর্মু