লন্ডন: লন্ডনে কার্ল মার্ক্সের সমাধিতে ভাঙচুর করল দুষ্কৃতীরা। বিশ্ববন্দিত দার্শনিকের সৌধের সবচেয়ে পুরানো, ভঙ্গুর অংশে ছিল একটি মার্বেলের ফলক যাতে মার্ক্স, তাঁর পরিবারের লোকজনের নাম লেখা ছিল। সেটি কোনও ভোঁতা ধাতব অস্ত্র দিয়ে বারবার আঘাত করে বিকৃত করেছে হামলাকারীরা। সোমবার এই কীর্তির কথা সামনে আসে বলে জানিয়েছেন সৌধ পরিচালনাকারী ট্রাস্টের প্রধান ইয়ান ডুংগাভেল। এটা মার্ক্সের মতাদর্শের ওপর সুনির্দিষ্ট আঘাত বলে মনে করছেন তিনি। ইয়ান বলেছেন, মনে হচ্ছে, বিশেষ করে কার্ল মার্ক্স নামটাকেই বেছে নেওয়া হয়েছে। তাই এটা স্রেফ একটা মূর্তি, স্মারক ভাঙার ঘটনা নয়, মার্ক্সের ওপর হামলা।
১৮৪৯ সালে লন্ডনে চলে আসেন মার্ক্স, ১৮৮৩ সালের ১৪ মার্চ, ৬৪ বছর বয়সে মারা যান। জীবনের শেষদিন পর্যন্ত সেখানেই ছিলেন তিনি।
লন্ডনে গ্রেট ব্রিটেন কমিউনিস্ট পার্টির অর্থে ১৯৫৬ সালে মার্ক্সের ব্রোঞ্জের ১২ ফুটের মূর্তিটি বসানো হয়।
মার্বেল ফলকে মার্ক্সের নাম লেখা অংশটি বিশেষ ভাবে নষ্ট হয়েছে। তাঁর স্ত্রীর মৃত্যুদিন, চার বছর বয়সে মারা যাওয়া তাঁদের পৌত্রের নামের অংশটিও বিকৃত করে দেওয়া হয়েছে।
ইয়ানের বক্তব্য, কারও স্মারক ভেঙে তাঁর দর্শনের সঙ্গে ভিন্নমত প্রকাশ করা যায়, এমন ভাবনাই ভুল, এটা বিতর্ক চালানোর সঠিক রাস্তা নয় বলেই মনে হয়।
এই স্মারকের ওপর অতীতেও হামলা চলেছিল। মূ্র্তিটি উপড়ে ফেলা হয়েছিল, সাতের দশকে পাইপ বোমা বিস্ফোরণ হয়েছিল সেখানে। তার গায়ে রং লাগিয়ে স্লোগান লেখা হয়েছে।
সৌধটি ব্রিটেনে গ্রেড ওয়ান তালিকায় রয়েছে। অর্থাত সে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সৌধগুলির একটি সেটি যা হেরিটেজ সম্পদ হিসাবে সুরক্ষিত, সংরক্ষিত রাখতে হবে অবশ্যই।