আলেকজান্দ্রিয়া (আমেরিকা): জনপ্রতিনিধিদের মধ্যে বেসবল ম্যাচ হবে। বুধবার ভোরে তার অনুশীলন চলছিল ওয়াশিংটনের শহরতলিতে। আচমকা সেখানে গুলি চালায় বন্দুকধারী। অন্তত ৫ জন গুলিতে জখম হন।


তাঁদের মধ্যে আছেন শীর্ষ রিপাবলিকান কংগ্রেস সদস্য স্টিভ স্কেলাইস। তাঁর কোমরে গুলি লেগেছে। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার গুলিচালনার ঘটনায় অন্তত দুজন আইন প্রণয়নকারী অফিসার ও এক কংগ্রেস সদস্যও জখম হয়েছেন। হামলাকারী তাদের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সে নাকি বিপদ নয়, বলেছে তারা।

পরিস্থিতির ওপর টানা নজর রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্যুইট করেছেন, লুইজিয়ানার জনপ্রতিনিধি স্টিভ স্কেলাইস একজন প্রকৃত বন্ধু, দেশপ্রেমিক। তিনি মারাত্মক জখম হয়েছেন। তবে পুরো সুস্থ হয়ে যাবেন। আমাদের প্রার্থনা, শুভ কামনা রয়েছে তাঁর সঙ্গে।

আগের এক ট্যুইটেও তিনি 'এই ট্র্যাজেডিতে গভীর ভাবে মর্মাহত' বলে জানান ট্রাম্প। লেখেন, আমার ভাবনা, প্রার্থনা রইল সব কংগ্রেস সদস্য, তাঁদের কর্মী, ক্যাপিটল পুলিশ, ঘটনায় প্রথম যাঁরা ছুটে আসেন, তাঁদের সবার জন্য।

প্রায় ২৫ জন সেনেটর, কংগ্রেস সদস্য অনুশীলন করছিলেন। সেনেটর জেফ ফ্লেক সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ বন্দুকধারীর সঙ্গে জনপ্রতিনিধিদের প্রায় ৫০ বার গুলিবিনিময় হয়। সন্দেহভাজন হামলাকারী কালো চুলওয়ালা শ্বেতাঙ্গ।

বয়স ৪০-৫০ বছরের মধ্যে। পরনে ছিল জিনস, নীল জামা।

২০০৮ সালে লুইজিয়ানা থেকে কংগ্রেসে নির্বাচিত স্কেলাইস রিপাবলিকান স্টাডি কমিটি নামে কনসারভেটিভ হাউস ককাসের নেতা। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য পরিষেবা বাতিলের লক্ষ্যে সই সংগ্রহ অভিযানের মাথায় থাকা জনপ্রতিনিধিদের অন্যতম এই কট্টর রক্ষণশীল।