বাংলাদেশে সার তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ ২৫০
Web Desk, ABP Ananda | 23 Aug 2016 11:19 AM (IST)
ঢাকা: বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের একটি সার তৈরির কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক। অসুস্থ প্রায় ২৫০। এর মধ্যে রয়েছে বহু শিশুও। ওই এলাকার কয়েক’শ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, কর্ণফুলি নদীর তীরে অবস্থিত ওই কারখানা থেকে গতকাল রাতে ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিপিএ) গ্যাস লিক হয়। জানা গিয়েছে, ৫০০ টনের একটি গ্যাসভর্তি ট্যাঙ্ক লিক হয়েছিল। আজ ভোরবেলা পর্যন্ত দমকলবাহিনীর প্রচেষ্টায় বন্ধ হয় লিকেজ। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে গ্যাস। ঝিমুনি, বমিভাব, শ্বাসকষ্ট শুরু হয় সাধারণ মানুষের। অসুস্থ হয়ে পড়েন প্রায় ২৫০ মানুষ। এদের মধ্যে ৫৬ জনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। অনেকেই ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। চট্টগ্রামের ডেপুটি কমিশনার মেসবাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে লিকের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, যারা এই ইউনিট চালায়, তদন্তের জন্য ১০ জনের একটি কমিটি গঠন করেছে। জেলা প্রশাসনও তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। ডিপিএ জলে দ্রবণীয় অ্যামোনিয়াম ফসফেট লবনের একটি রূপ। অ্যামোনিয়ার সঙ্গে ফসফোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এটি তৈরি হয়। এই প্রসঙ্গেই উঠে আসে ভারতের ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কথা। যা ভুলতে পারেনি গোটা বিশ্ব। বিষাক্ত গ্যাসের প্রভাবে ঘুমের ঘোরেই প্রাণ হারান বহু মানুষ। গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। অনেকেই পঙ্গু হয়ে যান। পরবর্তীকালে তাঁদের বেশ কয়েক প্রজন্ম বিকলাঙ্গতার শিকার।