পারথ: প্রেমের খেসারত দিতে হল কারাগারে গিয়ে!
হোটেলের কোয়ারেন্টিন ভেঙে বারবার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করতে দৌড়চ্ছিলেন অস্ট্রেলিয়ার এক যুবক। পেশায় ব্যবসায়ী সেই যুবককে কারাদণ্ড দিল পারথের একটি আদালত। কোয়ারেন্টিন অমান্য করায় এটাই সে দেশে প্রথম কারাদণ্ডের সাজা।
৩৫ বছর বয়সী জোনাথন ডেভিড প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গণপরিবহণ ব্যবহার করে। ভিক্টোরিয়া প্রদেশ থেকে কাজ মিটিয়ে পারথে ফেরার পর তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে তিনি প্রেমিকার বাড়িতেই ছিলেন। পরে তাঁকে একটি হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। যদিও তার মধ্যেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিকবার তিনি প্রেমিকার সঙ্গে দেখা করে এসেছেন।
সাড়ে ছমাসের কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে ডেভিডকে। তবে আপাতত এক মাস কারাবাসের পর ব্যক্তিগত কাজকর্ম মেটাতে পারবেন তিনি। বাকি সাড়ে পাঁচ মাসের শাস্তি স্থগিত থাকবে। আগামী এক বছরে তিনি আবার কোনও নিয়মভঙ্গ করলে তখন বাকি শাস্তি ভোগ করতে হবে ডেভিডকে। সেই সঙ্গে ২ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাঁকে। পারথের জেলাশাসক ডেভিডের হঠকারিতাকে ‘স্বার্থপর কাজ’ হিসাবে বর্ণনা করেছেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত পাঁচবার ডেভিডকে তাঁর ঘরের বাইরে বেরতে দেখেছে তারা। পুলিশ যেদিন তাঁকে গ্রেফতার করে, সেদিন প্রায় ৪৫ মিনিট ছিলেন না তিনি।
কোয়ারেন্টিন ভেঙে বারবার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ, অস্ট্রেলিয়ায় কারাদণ্ড ব্যবসায়ীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2020 05:15 PM (IST)
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত পাঁচবার ডেভিডকে তাঁর ঘরের বাইরে বেরতে দেখেছে তারা।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -