ইসলামাবাদ: গাড়ি চালকদের সতর্ক করার জন্য পাকিস্তানের ফয়সলাবাদের ট্র্যাফিক পুলিশের ভরসা ভারতের পেসার যশপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বুমরাহ যে নো বল করেছিলেন, সেই ছবি দেখিয়েই গাড়ি চালকদের ট্র্যাফিক সিগন্যাল লাল থাকার সময় জেব্রা ক্রসিংয়ের নির্দিষ্ট দাগ অতিক্রম না করার নির্দেশ দেওয়া হচ্ছে।


পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফয়সলাবাদ সেদেশের তৃতীয় জনবহুল শহর। সেখানে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা যথেষ্ট কঠিন। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্যই এবার অভিনব পন্থা নিয়েছে পুলিশ। বিজ্ঞাপনে বুমরাহর নো বলের ছবি এবং দুটি গাড়ি দাগের পিছনে থাকার ছবি দিয়ে লেখা হয়েছে, দাগ পেরোবেন না, এর চড়া মূল্য দিতে হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চতুর্থ ওভারেই বুমরাহর বলে আউট হয়ে গিয়েছিলেন ফকর জামান। কিন্তু নো বল হওয়ায় তিনি বেঁচে যান। এরপর শতরান করে পাকিস্তানকে বড় রান করতে সাহায্য করেন এই তরুণ ব্যাটসম্যান। বুমরাহর এই ভুল যাতে গাড়ি চালকরা না করেন, সেটা নিশ্চিত করাই ফয়সলাবাদ পুলিশের লক্ষ্য।