ওয়াশিংটন: বারাক ওবামার উত্তরসূরী বাছতে ভোট দিচ্ছেন মার্কিন জনগণ। তাঁদের রায় কী হবে, জানতে অপেক্ষায় থাকতে হবে কয়েক ঘন্টা। কিন্তু রিপাবলিক্যান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভিমত, তিনি হিলারি ক্লিনটনের কাছে হারলে তা হবে ‘অর্থ, এনার্জি, সময়ের বিরাট অপচয়’।  ৭০ বছর বয়সি মার্কিন ধনকুবের বলেছেন, যদি জিততে না পারি, তবে সেটা খুব ভাল কিছু হবে বলে মনে হয় না। ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে তিনি প্রেসিডেন্ট ভোটের প্রচারপর্বকে দারুণ এক প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেছেন,  সারা দেশ ঘুরেছি, সর্ব স্তরের মানুষের সঙ্গে দেখা হয়েছে। তারা সত্যিই চমত্কার। মনে হয়, যদি আমাকে লোকে বলে, কী শিখলেন আপনি? তবে বলব, শিখেছি এটাই। এ দেশের মানুষজন দারুণ।

প্রেসিডেন্ট পদে লড়তে নামাটা তাঁকে ‘বদলে দিয়েছে’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।  তাঁকে উদ্ধৃত করে সিএনএন বলেছে, এত আশা, স্বপ্ন দেখেছি যা, সঠিক নেতৃত্ব দেওয়া গেলে  বাস্তবায়িত হওয়া সম্ভব।  গত শুক্রবার ওহাইওতে মার্কিন গায়ক জে জেডের হিলারি ক্লিনটনের প্রচার সভায়  বক্তব্যের  নিন্দা করেন ট্রাম্প। বলেন, গায়ক যে ভাষা ব্যবহার করেছেন, ভয়ঙ্কর।  স্পষ্ট বলতে গেলে, বহু মানুষ ওই ভাষার জন্য সেদিন চলে যান। এ ধরনের লোকজন সঙ্গে না রাখলেই ভাল করবেন উনি।

.