নিলামে ৩,০০০ পাউন্ডে বিক্রি হল হিটলারের স্ত্রীর নিকার্স
Web Desk, ABP Ananda | 08 Nov 2016 06:36 PM (IST)
লন্ডন: ব্রিটেনে নিলাম হল অ্যাডলফ হিটলারের স্ত্রী ইভা ব্রাউনের একজোড়া নিকার্স। দাম উঠেছিল প্রায় ৩০০০ পাউন্ড। মালভেমের ফিলিপ সেরেল অকশন হাউসে নিলামে ওঠে হালকা গোলাপী রঙের লেস এবং ফিতে লাগানো নিকার্সটি। সেটিতে ছিল ব্রাউনের সইও। দাম রাখা হয়েছিল ৪০০ পাউন্ড। কিন্তু দাম ওঠে প্রায় ৩০০০ পাউন্ড। এছাড়াও নিলামে বিক্রি হয় একটি সোনার ক্লাস্টার আংটি, একটি রূপোর আয়না লাগানো বাক্স, একটি রূপোর হোল্ডারে উজ্জ্বল লাল লিপস্টিক। চারপাশে রুবি লাগানো সোনার আংটিটি বিক্রি হয় ১২৫০ পাউন্ডে, রূপোর হোল্ডারে লিপস্টিকটি বিক্রি হয় ৩৬০ পাউন্ডে। এক ব্যক্তি নিজের সংরক্ষণে রাখার জন্য এগুলি কিনেছেন বলে অকশন হাউস সূত্রে খবর।