চেন্নাই: হিলারি ক্লিন্টন না ডোনাল্ড ট্রাম্প— মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে কে জিতবেন তা দেখার জন্য আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
তবে ‘চাণক্য’-র ভবিষ্যদ্বাণী, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসের দৌড়ে জয়ী হবেন রিপাবলিকান প্রার্থীই। তবে, এই চাণক্য কোনও মানব নয়। একটি মাছ!
এই সংক্রান্ত আরও খবর:
গুগল সার্চের লড়াইয়ে ক্লিন্টনকে হারালেন ট্রাম্প
একটি জলের ট্যাঙ্কে একদিকে ক্লিন্টন ও অন্যদিকে ট্রাম্পের ছবি ভাসিয়ে দেওয়া হলে, দেখা যায় চাণক্য বারবার মার্কিন ধণকুবেরের দিকেই এগিয়ে যাচ্ছে।
আসলে, চেন্নাইয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এমনই একটি অভিনব বিষয়ের আয়োজন করা হয়েছিল।
দেখুন ভিডিও:
এই প্রথম নয়। এর আগে গত বিশ্বকাপের সময় চাণক্য সঠিকভাবে আগাম জানিয়ে দিয়েছিল প্রথম সেমিফাইনালে দক্ষিণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী হবে নিউজিল্যান্ড।
যদিও, দ্বিতীয় সেমিফাইনালে ভবিষ্যদ্বাণী মেলেনি। চাণক্য জানিয়েছিল, ভারত জিতবে। কিন্তু, মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।
এই সংক্রান্ত আরও খবর:
ট্রাম্পের জয় চেয়ে মুম্বইয়ের মন্দিরে প্রার্থনা, যজ্ঞ
এখানে বলে রাখা প্রয়োজন, বিভিন্ন জীবকে দিয়ে এধরনের ভবিষ্যদ্বাণী করানোর প্রথা প্রথম চালু হয়েছিল ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ থেকে।
সেই সময় ফাইনাল ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে রীতিমতো খ্যাতি অর্জন করে ফেলেছিল অক্টোপাস পল।