লন্ডন :  প্রায় ২০০ বছর তাদের হাতে পরাধীন ছিল ভারত। সেই ব্রিটেনের (Britain Prime Minister) শাসনভারই এ বার ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের (Rishi Sunak) হাতে। এবার জনপ্রিয় এক টিভি শো-তে কৌতুক অভিনেতা ট্রেভর নোয়া তীক্ষ্ণ বিদ্রুপ করলেন সে-দেশের নাগরিকদের, যাঁরা ঋষিকে ( PM of the UK )নিয়ে খুশি নন !


 সুনাকের শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়া নিয়ে সবাই খুশি নন : নোয়া


ব্যঙ্গাত্মক টেলিভিশন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদে  একজন অ-শ্বেতাঙ্গ ব্যক্তির নিয়োগ নিয়ে যাঁরা বিদ্রুপ করছেন, তাঁদেরই কার্যত একহাত নিয়েছেন নোয়া। অনুষ্ঠানের টুইটার হ্যান্ডেলে পোস্ট করা একটি ক্লিপে, নোয়া বলেন, "অবশ্যই... সুনাকের শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়া নিয়ে সবাই খুশি নন ... তবে এটা নয় তার কারণ তাঁরা ঋষির নীতি পছন্দ করেন না।"


তিনি একটি রেডিও প্রোগ্রামের এক ঝলক তুলে ধরেন। যেখানে জেরি লোওয়েস্টফ্ট  নামে এক কলার হোস্টকে বলেন, তিনি পাকিস্তান বা সৌদি আরবের প্রধানমন্ত্রী হলে ভাল হত ! আরেকজন কলার বলেন, "এই জিনিসগুলি গুরুত্বপূর্ণ... ৮৫% শ্বেতাঙ্গের সাথে ইংল্যান্ড এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চায় যে তাদের প্রতিফলন করে," তিনি বলেছেন।


নোয়া সেদেশের জনপ্রিয় কমেডিয়ান। সেদিনের শো-তে তিনি তীক্ষ্ণ বিদ্রুপ হেনে বলেন,  "হ্যাঁ, আরও একটি ভাল পয়েন্ট আছে৷ আপনি কি ভাবতে পারেন যে, শ্বেতাঙ্গ ইংরেজরা এমন দেশগুলো শাসন করছে, যেখানে তাদের মতো কেউ দেখতে  নয়?... সেই পৃথিবীটা কেমন হবে তা কল্পনা করা কঠিন।" 


বর্ণবিদ্বেষীদের এক হাত


কৌতুক অভিনেতা আরও বলেন, "...বর্ণবিদ্বেষীরা সর্বদা উপনিবেশ প্রথাকে চালিয়ে নিয়ে যেতে চায়, যতক্ষণ না নিজেদের ঔপনিবেশিক শাসনের অধিন বলে মনে হচ্ছে। " তিনি সুনকের হয়ে ব্যাট ধরে আরও বলেন, তিনি প্রথমদিনই মঞ্চে দাঁড়িয়ে বলবেন না.  'আমি পুরো দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছি...এটি প্রতিশোধের সময়। ..এটাই ছিল পুরো পরিকল্পনা...শুভ দীপাবলি..."


ঋষি সুনকের দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। চাকরি নিয়ে ইংল্যন্ডে গেছিলেন ঋষির ঠাকুমা। বছর খানেক পরে, স্বামী ও সন্তানদের নিয়ে তিনি চলে যান ব্রিটেনে। সদ্য চল্লিশ পেরোনো ঋষি সুনকের  জন্ম, ১৯৮০ সালের ১২ মে। ব্রিটেনের বন্দর শহর সাউদাম্পটনে। বাবা চিকিৎসক। মা ফার্মাসিস্ট। তাঁর ওষুধের দোকান ছিল। সাধারণ পরিবারে জন্মালেও, ঋষি’র দু’চোখে ছোট থেকেই ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন!অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ঋষি রাজনীতিতে নামার আগে, ছিলেন একজন বিনিয়োগ ব্যবসায়ী। ব্রিটেনের অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত ঋষির ভারতীয় যোগ আরও গভীরে! তিনি, তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা NR নারায়ণমূর্তির জামাই। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার স্বামী ঋষি সুনক ।