অশান্ত লিবিয়ায় মহিলাদের শান্তির সন্ধান যোগ-এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2016 10:51 AM (IST)
NEXT
PREV
ত্রিপোলি: জঙ্গি হানাহানি বিধ্বস্ত দেশে মানসিক শান্তির সন্ধানে যোগ ব্যায়ামের আশ্রয় নিয়েছেন লিবিয়ার মহিলারা। রাজধানী ত্রিপোলির নিঃস্তব্ধ এক সমুদ্র তীরে, যোগাভ্যাস করেন তাঁরা। তবে রোজ নয়, প্রতি বৃহস্পতিবার পুলিশি নজরদারিতে চলে এই ক্লাস। আপাতত তাঁদের সংখ্যা ২৫। তবে হিংসাক্ষুব্ধ দেশে মানসিক আশ্রয় পেতে সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়া বিচিত্র নয়। ২০১১-য় মুয়াম্মর গদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই উত্তাল লিবিয়া। গোঁড়া মুসলিম অধ্যুষিত আফ্রিকার এই দেশে মহিলাদের ওপর বিধিনিষেধ রয়েছে প্রচুর। রয়েছে পোশাকআশাক, আচার আচরণ নিয়ে সমাজের চোখরাঙানিও। তবু তার মধ্যেই প্রচণ্ড হতাশায় ডুবে যাওয়ার হাত থেকে নিজেদের বাঁচাতে ভারতীয় নাচ ও যোগব্যায়ামের আশ্রয় নিচ্ছেন লিবিয়ার নারীরা।
ত্রিপোলি: জঙ্গি হানাহানি বিধ্বস্ত দেশে মানসিক শান্তির সন্ধানে যোগ ব্যায়ামের আশ্রয় নিয়েছেন লিবিয়ার মহিলারা। রাজধানী ত্রিপোলির নিঃস্তব্ধ এক সমুদ্র তীরে, যোগাভ্যাস করেন তাঁরা। তবে রোজ নয়, প্রতি বৃহস্পতিবার পুলিশি নজরদারিতে চলে এই ক্লাস। আপাতত তাঁদের সংখ্যা ২৫। তবে হিংসাক্ষুব্ধ দেশে মানসিক আশ্রয় পেতে সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়া বিচিত্র নয়। ২০১১-য় মুয়াম্মর গদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই উত্তাল লিবিয়া। গোঁড়া মুসলিম অধ্যুষিত আফ্রিকার এই দেশে মহিলাদের ওপর বিধিনিষেধ রয়েছে প্রচুর। রয়েছে পোশাকআশাক, আচার আচরণ নিয়ে সমাজের চোখরাঙানিও। তবু তার মধ্যেই প্রচণ্ড হতাশায় ডুবে যাওয়ার হাত থেকে নিজেদের বাঁচাতে ভারতীয় নাচ ও যোগব্যায়ামের আশ্রয় নিচ্ছেন লিবিয়ার নারীরা।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -