নয়াদিল্লি: চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা কূলভূষণ যাদবের বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। এক উচ্চপদস্থ আধিকারিক বলেছেন, কূলভূষণের বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁকে পাকিস্তানের জেলে বন্দি করে রাখা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত ইসলামাবাদের।

গতকালই পাকিস্তান জানিয়ে দিয়েছে, কূলভূষণকে ভারতে প্রত্যর্পণ করা হবে না। তাঁর বিষয়ে ভারতের কাছ থেকে আরও তথ্য চেয়েছে পাকিস্তান। সেনেটে প্রশ্নোত্তর পর্বে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন, গত বছরের মার্চেই কূলভূষণকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য মামলা করা হয়েছে। এই  ‘চর’-কে জেরা করে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে ভারতের হাতে প্রশ্নের তালিকা তুলে দেওয়া হয়েছে।

ভারত অবশ্য পাকিস্তানের এই দাবি খারিজ করে দিয়ে বলেছে, বারংবার অনুরোধ করা সত্ত্বেও কূলভূষণের সঙ্গে কূটনীতিবিদদের দেখা করতে দেওয়া হয়নি। তিনি পাক জেলে কী অবস্থায় আছেন, সেটাও পরিষ্কার নয়।