ওয়াশিংটন: বিশ্বের বহু দেশের ক্ষোভ, কড়া হুঁশিয়ারি উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিলেন। বর্তমান রাজধানী তেল আভিভের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার ফলে এতদিন ধরে চলে আসা মার্কিন ও আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে মধ্য প্রাচ্যের জন্য সম্পূর্ণ আলাদা বিদেশ নীতি গ্রহণ করল আমেরিকা।


ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছে আরব বিশ্ব। ইউরোপেরও এক মত। ওয়াকিবহাল মহল আশঙ্কাপ্রকাশ করেছে, এর ফলে আমেরিকা বিরোধী আন্দোলন ও হিংসা বাড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। কিন্তু ট্রাম্প বলেছেন, এতদিন ধরে যে নীতি মেনে চলে আসা হয়েছে, তা মধ্য প্রাচ্যে শান্তি আনতে সম্পূর্ণ ব্যর্থ। তাই আমেরিকার স্বার্থেই জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি। অর্থাৎ জেরুজালেম নিয়ে প্যালেস্টাইনের যে দাবি রয়েছে তা এবার পুরোপুরি অস্বীকার করল আমেরিকা। তবে এর ফলে জেরুজালেমের রাজনৈতিক ও ভৌগলিক সীমানার কোনও পরিবর্তন হবে না বলে আমেরিকা জানিয়েছে।

মার্কিন আইন মেনে ইজরায়েলের মার্কিন দূতাবাস এবার জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ট্রাম্প জানিয়েছেন। যদিও গোটা প্রক্রিয়া কার্যকর হতে কয়েক বছর লেগে যাবে।

ভারত অবশ্য বুঝিয়ে দিয়েছে, জেরুজালেম নিয়ে দিল্লি তাদের পুরনো নীতি থেকে সরার কথা এখনই ভাবছে না। দিল্লি বলেছে, এ বিষয়ে তাদের নিজস্ব অবস্থান রয়েছে, তৃতীয় কোনও দেশের সিদ্ধান্ত অনুয়ায়ী তা বদলে যাওয়ার কারণ নেই।

ট্রাম্পের ঘোষণার সঙ্গে সঙ্গে আরব ও মুসলিম দুনিয়া বিক্ষোভে ফেটে পড়ে। গাজায় কয়েকশো প্যালেস্তিনীয় বিক্ষোভকারী রাস্তায় নেমে মার্কিন ও ইজরায়েলি পতাকা পোড়ায়। তাদের দাবি, জেরুজালেম ইজরায়েলের নয়, প্যালেস্তাইনের রাজধানী। মার্কিন ঘনিষ্ঠ ইউরোপীয় দেশগুলিও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলে। আল কায়দা ও আইএসআইএসের মত জঙ্গিগোষ্ঠী হুমকি দিয়েছে, এর ফলে বিশ্বের সর্বত্র মার্কিনদের রক্তগঙ্গা বওয়াবে তারা।

তবে ইজরায়েল এই ঘোষণাকে দুহাত তুলে স্বাগত জানিয়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক, পুরোপুরি সঠিক ও সাহসী।

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সম্ভবত আগামীকাল আমেরিকার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবে। ১৫ সদস্যের পরিষদের মধ্যে ৮টি দেশ অনুরোধ করেছে এই মর্মে।

ইহুদি ধর্মের পবিত্রতম ক্ষেত্র হল এই জেরুজালেম। পাশাপাশি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাসনালয় আল আকসা মসজিদ রয়েছে এখানে। রয়েছে বেশ কয়েকটি খ্রিষ্টান চার্চও।