ওয়াশিংটন: চারদিন হাসপাতালে কাটিয়ে সোমবার হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে করোনা নিয়ে তাঁর অভয়বার্তা, কোভিড-১৯ নিয়ে ভয় পাবেন না, এই রোগ যেন আপনার জীবনকে নিয়্ন্ত্রণ করতে না-পারে।
করোনা আক্রান্ত হওয়ার পরে সেনা হাসপাতাল ওয়ালটার রিড মেডিক্যাল সেন্টারে সস্ত্রীক ভর্তি হয়েছিলেন ট্রাম্প গত শুক্রবার। গত কাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে গাড়ি করে এক চক্কর ঘুরে বেড়ান তিনি। উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান তিনি। পরে হোয়াইট হাউসে ফিরে সমর্থকদের ইমেলও করেছেন তিনি। তাতে ট্রাম্প লিখেছেন, ’’কোভিড নিয়ে ভয় পাবেন না। এই রোগ যেন আপনার জীবন নিয়ন্ত্রণ করতে না পারে। আমরা এই রোগের প্রতিষেধক আবিষ্কার করব। আমরা এক সঙ্গে লড়াই করে এই রোগকে হারাব।‘‘ সাউথ লনমুখী পোর্টিকোতে কয়েক মিনিট দাঁড়ান এবং মাস্কও খুলে ফেলতে দেখা যায় তাঁকে।
তিনি যে শীঘ্রই ভোটপ্রচার শুরু করে দেবেন, সেই ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর টুইট, ’’দ্রুত নির্বাচনী প্রচারে ফিরব। ভুয়ো খবর ভুয়ো ভোটকেই তুলে ধরে।‘‘ আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে তাঁর ভোট-প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেওয়ার কথা ট্রাম্পের।
চিকিৎসক ব্রায়ান গ্যারিবল্ডি জানিয়েছেন, হাসপাতালে প্রথম বার ট্রাম্পকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছিল। অ্যান্টি ভাইরাল ওষুধ রেমডিসিভিয়ারের পাশাপাশি, পরীক্ষামূলক ভাবে অ্যান্টিজেন ককটেলও দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। সংবাদ সংস্থা পিটিআই-কে হোয়াইট হাউসের চিকিৎসক সেন কোনলি বলেছেন, ’’প্রেসিডেন্ট ভাল আছেন। ২৪ ঘণ্টা তাঁকে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বললেন, ‘কোভিড-১৯ নিয়ে ভয় পাবেন না’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Oct 2020 11:37 AM (IST)
তিনি যে শীঘ্রই ভোটপ্রচার শুরু করে দেবেন, সেই ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর টুইট, ’’দ্রুত নির্বাচনী প্রচারে ফিরব। ভুয়ো খবর ভুয়ো ভোটকেই তুলে ধরে।‘‘
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -