জি-২০ সম্মেলনে হাত নেড়ে মোদীর দিকে এগিয়ে গেলেন ট্রাম্প, কথাও হল দুজনের
Web Desk, ABP Ananda | 08 Jul 2017 05:20 PM (IST)
হ্যামবুর্গ: জি-২০ সম্মেলনের আসরে 'আচমকা আলাপ' নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্পের। সম্মেলনে ভারতের তরফে শেরপা পদে থাকা অরবিন্দ পানাগারিয়া দুই নেতার মুখোমুখি বার্তা বিনিময়ের ছবি সহ এ কথা ট্যুইট করে জানিয়েছেন। সরকারের বিশেষজ্ঞ সংস্থা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পানাগারিয়া সম্মেলনের নেতাদের বিবৃতি সংক্রান্ত আলোচনা প্রক্রিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করছেন। আজই শেষ হচ্ছে জি-২০ বৈঠক। এদিন দ্বিতীয় দিনের অধিবেশন তখন শুরু হওয়ার কথা। বিভিন্ন রাষ্ট্রনেতাদের ভিড়ে হঠাত্ ভারতের প্রধানমন্ত্রীর দিকে হাত নেড়ে নিজেই এগিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। দুজনের 'তাত্ক্ষনিক বাক্যবিনিময়' হয়। পানাগারিয়া ট্যুইট করেছেন, জি-২০ সম্মেলনে আচমকা সাক্ষাতে পোটাস (আমেরিকার প্রেসিডেন্ট) প্রধানমন্ত্রীর দিকে হাত নেড়ে এগিয়ে যান। পাশে অন্য রাষ্ট্রনেতারাও ছিলেন। এই সাক্ষাত্কারকে জি২০ সামিটের দ্বিতীয় দিনের সূচনার আগে কিছু স্মরণীয় মূহূর্ত বলেও উল্লেখ করেন তিনি। দফায় দফায় বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্ড, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল সহ বিশ্বনেতাদের সঙ্গেও সংক্ষিপ্ত আলোচনা হয় মোদীর।