ওয়াশিংটন: রুশ-যোগের কারণে ইস্তফা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। ট্রাম্পের দায়িত্বভার গ্রহণের আগেই তিনি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে সে দেশের দূতের সঙ্গে আলোচনা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।


উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল যে, গত মাসে মার্কিন বিচার বিভাগ ফ্লিন সম্পর্কে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলছিল যে, তিনি আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কে প্রশাসনের আধিকারিকদের বিভ্রান্ত করেছেন। তিনি রুশ দূতের সঙ্গে তাঁর আলোচনার বিষয় সম্পর্কে সঠিক তথ্য দেননি। ফ্লিন রাশিয়ার ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, প্রেসিডেন্ট পদের নির্বাচনের প্রচার চলাকালে ফ্লিন ট্রাম্পের অন্যতম প্রধান সমর্থক ছিলেন। ইস্তফার আগে মাত্র তিন সপ্তাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তিনি। তাঁ জায়গায় কার্যনির্বাহী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন লেফটেনেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জোসেফ কিথ কেলোগ। হোয়াইট হাউস সূত্রে এ খবর জানানো হয়েছে।

উল্লেখ্য, ফ্লিনও সেনার প্রাক্তন লেফটেনেন্ট জেনারেল। তাঁর ইস্তফাপত্রটি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইস্তফাপত্রে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন ফ্লিন। শপথ গ্রহণের আগে রুশ দূতের সঙ্গে তাঁর কথাবার্তা সম্পর্কে অসম্পূর্ণ তথ্য প্রদানের জন্য ফ্লিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। দায়িত্বভার গ্রহণের আগে কাজকর্মের গতি খুব বেশি থাকায় এই ঘটনা ঘটেছিল বলে তিনি মন্তব্য করেছেন।