পাকিস্তানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, মৃত তিন
ABP Ananda, web desk | 13 Feb 2017 11:29 PM (IST)
কোয়েটা: পাকিস্তানের লাহৌরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের দিনই বালুচিস্তানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে তিনজনের মৃত্যু হল। জানা গেছে, বালুচিস্তানের কোয়েটায় সারিয়াব রোডে করাচি বাসস্টপের কাছে একটি সেতুর নিচে বোমা নিষ্ক্রিয় করতে দিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াডের প্রধান সহ আরও দুই আধিকারিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা সেতুর নিচে সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি পুলিশকে জানান। এরপরই ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডাকা হয়। ঘটনাস্থলে ২০ কেজি ওজনের একটি বোমার হদিশ মেলে। সেটিকে নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ ঘটে যায়। ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছে।