ক্রাইস্টচার্চ: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪। সুনামি আছড়ে পড়েছে সমুদ্রতটে।


সূত্রের খবর, কম্পন অনুভূত হয় ক্রাইস্টচার্চ শহরের সাউথ আইল্যান্ড সিটি থেকে ৯০ কিমি দূরে উপকূলবর্তী এলাকায়। ভূমিকম্পের পরই সুনামির সম্ভাবনার কথা জানিয়েছিল ন্যাশানাল সিভিল ডিফেন্স অরগানাইজেশন। সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলেন তাঁরা। সেই সম্ভাবনা সত্যি হয়। বিশালাকার ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকায়। কিন্তু সুনামি সতর্কতা জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। হতাহত-র খবর এখনও পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে বাড়িঘর। কিছু জায়গায় বন্ধ বিদ্যুত এবং টেলিফোন পরিষেবা।

প্রধানমন্ত্রী জন কি টুইট করেছেন, আশাকরি, আজকের ভূমিকম্পে সকলে সুরক্ষিত রয়েছেন। অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, তাঁদের কাছে ভূমিকম্পের কারণে জখম হওয়ার খবর নেই।

গত সেপ্টেম্বরেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ডের পূর্ব উপকূল। কম্পনের মাত্রা ছিল ৭.১। উপকূলে আছড়ে পড়ে সুনামি। তবে সেবারেও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, নিউজিল্যান্ড এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ। অস্ট্রেলিও এবং প্যাসিফিক টেকটনিক প্লেটের বাউন্ডারিতে থাকায় মাঝে মধ্যেই ভূকম্পন হয় সেখানে।