নির্বাচনী বিপর্যয়ের জন্যে এফবিআইকে কাঠগড়ায় তুললেন হিলারি ক্লিন্টন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Nov 2016 08:45 AM (IST)
ওয়াশিংটন: নির্বাচনী বিপর্যয়ের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে কাঠগড়ায় তুললেন হিলারি ক্লিন্টন। পরাজিত ডেমক্র্যাট প্রার্থীর দাবি, নির্বাচনের ঠিক আগে ইমেল ফাঁস কাণ্ডের তদন্ত নতুন করে শুরুর সিদ্ধান্তের জন্যই তাঁকে হারতে হয়েছে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে হিলারি বলেছেন, নির্বাচনের ঠিক আগে তাঁর বিরুদ্ধে তদন্ত করার যে সিদ্ধান্ত এফবিআই নিয়েছিল তাতে প্রচার ধাক্কা খেয়েছে। আর তার জেরেই প্রথম মহিলা প্রেসিডেন্ট পাওয়া থেকে বঞ্চিত রইল আমেরিকা। যদিও প্রেসিডেন্ট নির্বাচনের দু’ দিন আগে ইমেল ফাঁস কাণ্ডে মার্কিন মুলুকের প্রাক্তন ফার্স্টলেডিকে ক্লিনচিট দেয় এফবিআই।