কাবুল: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত আফগানিস্তান। মঙ্গলবার, জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কাবুল। সংসদ ভবনের নিকটে হওয়া ওই হামলায় সাধারণ নাগরিক, পুলিশ ও সামরিক কর্মী সহ মারা গিয়েছেন ৩৮ জন। আহত আরও ৭২।


আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র সেদিক সেদিক্কি জানান, প্রথমে একটি আত্মঘাতী জঙ্গি ট্রাক নিয়ে হামলা চালায়। তারপর একটি গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটে। এদিনের জোড়া হামলার দায় স্বীকার করেছে তালিবান।


সংবাদসংস্থা সূত্রে খবর, প্রথম বিস্ফোরণটি সংসদ ভবনের সামনে ঘটে। দ্বিতীয়টি ঘটে রাস্তার ওপারে। এর আগে, দক্ষিণ হেলমন্দ প্রদেশে এক আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দিলে সেখানেও সাতজন প্রাণ হারান। ওই হামলার দায় এখনও কেউ না নিলেও, তালিবান জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।