স্যান ফ্রান্সিসকো: স্প্যামের হানা ঠেকাতে নয়া নিয়ম চালু করল ট্যুইটার। এবার থেকে ট্যুইটার ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ ৪০০টি অ্যাকাউন্ট ফলো করতে পারবেন। এর আগে রোজ সর্বোচ্চ ১,০০০টি অ্যাকাউন্ট ফলো করার সুযোগ ছিল। এবার সেটা কমিয়ে দেওয়া হল।


ট্যুইটারের পক্ষ থেকে সরকারিভাবে ট্যুইট করে জানানো হয়েছে, ‘কারা ফলো, আনফলো করতে থাকে? স্প্যামাররা। সেই কারণে আমরা রোজ ট্যুইটার অ্যাকাউন্ট ফলো করার সংখ্যা ১,০০০ থেকে কমিয়ে ৪০০ করে দিচ্ছি। এতে কোনও সমস্যা হবে না।’



গত বছরের নভেম্বরে ট্যুইটারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভুয়ো ও সন্দেহজনক অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বহু অ্যাকাউন্ট থেকে একই বিষয়ে ট্যুইট আটকাতেও ব্যবস্থা নেওয়া হয়।