ইসলামাবাদ: পাকিস্তানি বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার ভারতের দাবি নিয়ে মার্কিন ম্যাগাজিনের বক্তব্য অস্ত্র করে বিজেপিকে তোপ ইমরান খানের। বিজেপি যুদ্ধের হিস্টিরিয়া বা উন্মাদনা ছড়াচ্ছে বলে অভিযোগ পাক প্রধানমন্ত্রীর।
ওয়াশিংটনের বৈদেশিক নীতি বিষয়ক ম্যাগাজিন গত বৃহস্পতিবার জানায়, মার্কিন কর্তারা সম্প্রতি পাক বিমানবাহিনীর এফ-১৬ যুদ্ধবিমানের হিসেব নিয়ে দেখেছেন, সেগুলির একটিও বেপাত্তা নয়। এ ব্যাপারে অবগত মার্কিন প্রতিরক্ষা অফিসারদেরও উদ্ধৃত করে ম্যাগাজিনটি। যদিও ভারতীয় বায়ুসেনা শুক্রবারও অবস্থানে অটল থেকে জানায়, ২৭ ফেব্রুয়ারি একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার স্পষ্ট তথ্যপ্রমাণ তাদের হাতে আছে।
তবে ফরেন পলিসি রিপোর্টের প্রতিক্রিয়ায় বিজেপিকে নিশানা করে ইমরান ট্যুইট করেন, সত্যের সবসময়ই জয় হয় এবং সেটাই সেরা পলিসি। যুদ্ধের উন্মাদনা ছড়িয়ে, পাক এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামানোর মিথ্যা দাবি করে বিজেপির ভোটে জেতার চেষ্টা ধাক্কা খেয়েছে। মার্কিন প্রতিরক্ষা কর্তারাও বলছেন, পাকিস্তানের ভান্ডারের একটি এফ-১৬ও খোয়া যায়নি।




ভারতীয় বায়ুসেনা গত ২৮ ফেব্রুয়ারি একটি পাক এফ-১৬ থেকে ছোঁড়া আমরাম ক্ষেপণাস্ত্রের টুকরো প্রমাণ হিসাবে পেশ করে স্পষ্ট দাবি করে, কাশ্মীরে ভারতীয় সেনার ঘাঁটি নিশানা করে আকাশপথে হামলা চালাতে পাকিস্তান আমেরিকায় তৈরি এফ-১৬ যুদ্ধবিমান নামিয়েছিল। যদিও সেদিনও পাকিস্তান তাদের একটি এফ-১৬ বিমান ভারতীয় বায়ুসেনার গুলি করে ফেলে দেওয়ার খবর মিথ্যা।
ওই ম্যাগাজিন জানায়, পাকিস্তান এফ ১৬ বিক্রির ডিল চূড়ান্ত হওয়ার সময় স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিমান হিসাব করে গুণে দেখার জন্য মার্কিন অফিসারদের আমন্ত্রণ জানায়। কিন্তু তাঁদের পর্যবেক্ষণ ভারতীয় বায়ুসেনার কর্তাদের বক্তব্যের একেবারে বিপরীত। ভারতীয় বায়ুসেনা কর্তারা বলেছেন, উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান নিজের যুদ্ধবিমানটি পাক ক্ষেপণাস্ত্রের আঘাতে পড়ে যাওয়ার আগে একটি পাক এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ফেলে দেন। ম্যাগাজিনের তরফে লারা সেলিগম্যান পরে প্রতিবেদনে সংযোজন করেন, গোনার সময় জর্ডন থেকে কেনা এফ-১৬গুলিকেও ধরা হয়, থার্ড পার্টির মাধ্যমে মার্কিন যন্ত্রাংশ হস্তান্তরও মার্কিন সরকারের মাধ্যমেই হয়ে থাকে।
কিন্তু নয়াদিল্লিতে বায়ুসেনা বিবৃতি দিয়ে বলে, আকাশপথে লড়াইয়ের সময় তাদের একটি মিগ ২১ বাইসন নওসেরা সেক্টরে একটি এফ-১৬কে গুলি করে ফেলে দিয়েছিল। তাদের কাছে ওয়ারলেসে ধরা বার্তা, আকাশে বহনযোগ্য ওয়ার্নিং ও কন্ট্রোস সিস্টেমে (অ্যাওয়াকস) পাওয়া গ্রাফিকস ও ইলেকট্রনিক সঙ্কেত সহ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ আছে যা থেকে নিশ্চিত ভাবে বলা যায়, একটি পাক এফ-১৬ গুলি করে ফেলে দেওয়া হয়েছিল।

এদিকে ইমরানের ট্যুইটের জবাবে বিজেপি বিরোধীদের নিশানা করে বলেছে, তারা সরকার, সশস্ত্র বাহিনীর প্রতি অনাস্থা দেখিয়ে সন্ত্রাসবাদের মদতদাতা শক্তিগুলিকেই চাঙ্গা করছে। রেলমন্ত্রী পীযুষ গয়াল বলেন, এখানে প্রধানমন্ত্রী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে বালাকোটে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে আঘাত করতে বায়ুসেনাকে পাঠাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা পড়শী দেশের সুরে কথা বলে তাদেরই জোর বাড়াচ্ছে। যখন স্যাম পিত্রোদা, ফারুক আবদুল্লা ও অন্য কংগ্রেস নেতারা নিজের দেশের সরকার, সশস্ত্র বাহিনীকেই অবিশ্বাস করেন, নিশ্চিত ভাবেই সন্ত্রাসবাদে মদত দেওয়া লোকজন, তাদের দেশ, দলগুলিই চাঙ্গা হয়।