নয়াদিল্লি: বিশ্বব্যাপী ‘ক্র্যাশ’ করেছে টুইটার। মঙ্গলবার সন্ধ্যায় (মার্কিন সময়) সংস্থার তরফে জানানো হয়, তাদের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ও ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট সিস্টেম টুইটডেক আচমকা স্তব্ধ হয়ে যায়। এর ফলে, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ টুইটারাইট সমস্যার সম্মুখীন হন।
টুইটের মাধ্যমেই সংস্থার তরফে জানানো হয়, আপনাদের হয়ত টুইট করতে সমস্যা হচ্ছে। অথবা ড্যাশবোর্ড ম্যানেজমেন্ট (ডিএম) দেখতে অসুবিধা হচ্ছে। বর্তমানে আমরা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছি। আশা করি, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।
আন্তর্জাতিক মনিটরিং ওয়েবসাইট আউটেজ জানিয়েছে-- সবচেয়ে বেশি পরিষেবা ব্যাহত হয়েছে ভারত, জাপান ও কানাডায়। এই দেশগুলি থেকে কয়েক হাজার অভিযোগ ইতিমধ্যেই সংস্থার দফতরে জমা পড়েছে।
‘ক্র্যাশ’ করল টুইটার, স্তব্ধ পরিষেবা, সমাধান শীঘ্রই, আশ্বাস সংস্থার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2019 01:21 PM (IST)
আন্তর্জাতিক মনিটরিং ওয়েবসাইট আউটেজ জানিয়েছে-- সবচেয়ে বেশি পরিষেবা ব্যাহত হয়েছে ভারত, জাপান ও কানাডায়।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -