নিউইয়র্ক: আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে ২ তরুণীকে উঠতে দেওয়া হল না। কারণ তাঁরা লেগিংস পরেছিলেন।
স্থানীয় সময় রবিবার সকালে ডেনভার থেকে মিনেপোলিসের বিমান ধরার সময় তাঁদের আটকান এক বিমানকর্মী। বলেন, তাঁদের পোশাক ঠিক নয়, লেগিংস পরে বিমানে ওঠা চলবে না। তাঁদের সঙ্গে থাকা আর এক তরুণীও লেগিংস পরেছিলেন। কিন্তু তিনি ব্যাগ থেকে অন্য একটি পোশাক বার করে লেগিংসের ওপর চড়িয়ে নেন। তাই তাঁর বিমানে ওঠার কোনও অসুবিধে হয়নি। অন্য দু’জনের সঙ্গে অতিরিক্ত পোশাক ছিল না। ফলে তাঁদের ফিরে যেতে হয় বিমানবন্দর থেকে।
ইউনাইটেড এয়ারলাইন্স অবশ্য জানিয়েছে, তাদের নিয়ম অনুযায়ী যে যাত্রীরা ‘সঠিক পোশাক’ পরেননি, তাদের প্রত্যাখ্যান করার অধিকার তাদের আছে। কিন্তু লেগিংস কেন ‘সঠিক পোশাক’ নয়, তার কোনও ব্যাখ্যা দেয়নি তারা।
তবে বিমানসংস্থার মুখপাত্র জানিয়েছেন, ওই দুই তরুণী ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মী পাস নিয়ে বিমানে উঠছিলেন। আর ওই পাস যাঁরা ব্যবহার করেন, তাঁদের ড্রেস কোড মানতে হয়। অন্যান্য যাত্রীরা লেগিংস পরেই উঠুন বা যোগব্যায়ামের প্যান্ট- তাতে বিমানসংস্থার কোনও আপত্তি নেই। কিন্তু সংস্থার নিয়মে স্পষ্ট বলা রয়েছে, লেগিংস চলবে না। কিন্তু কেন লেগিংসে এত আপত্তি, তা স্পষ্ট করে কোথাও বলা হয়নি।
পরনে লেগিংস, বিমানে উঠতে পারলেন না ২ তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Mar 2017 07:49 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -