বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানিয়েছেন, ‘কানাডায় ভারতীয় হাই কমিশনার ও টরন্টোয় আমাদের কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের আধিকারিকরা ঘড়ি ধরে কাজ করছেন। এমার্জেন্সি হেল্পলাইনও চালু করা হয়েছে।’
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এই ঘটনার নিন্দা করে বলেছেন, ‘টরন্টোয় একটি ভ্যানের চালক ১০ জনকে পিষে দিয়েছিল। তারপর আজ এই ঘটনা ঘটল। এতে ফের সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেল। বোঝা যাচ্ছে, কোনও দেশই সন্ত্রাসবাদের বিপদ থেকে মুক্ত নয়। এই বিপদ উপেক্ষা করা যাবে না।’
পুলিশ সূত্রে খবর, ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল আটটা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় দুই যুবক। প্রত্যক্ষদর্শীরা তাদের পোশাক ও চেহারার বিবরণ দিয়েছেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিস্ফোরণের সময় ওই রেস্তোরাঁয় কতজন ছিলেন, সেটা এখনও জানা যায়নি। কী কারণে এই হামলা চালানো হল, সেটাও স্পষ্ট নয়।