নিয়ন্ত্রণ রেখায় গুলি বিনিময়ে মৃত্যু দুই সেনার, বলল পাকিস্তান
ABP Ananda, web desk | 29 Sep 2016 01:15 PM (IST)
শ্রীনগর: নিয়ন্ত্রণ রেখায় গতরাতের গুলি বিনিময়ে দুই পাক সেনার মৃত্যু হয়েছে বলে জানাল পাকিস্তানের সেনাবাহিনী। গতকালের পর এদিনও নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাক সেনা। ভারতীয় পোস্টগুলি নিশানা করে গুলি বর্ষণ করে পাক সেনা। গত কয়েকদিনের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার যুদ্ধবিরতি ভাঙল পাকিস্তান। নওগাম সেক্টরে বিনা প্ররোচণায় এদিন গুলি চালায় পাক সেনা। হাল্কা আগ্নেয়াস্ত্র ও মর্টার ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান সেনা। যদিও এতে ভারতে কোনও হতাহতের খবর নেই। পুলিশ জানিয়েছে, নওগাম সেক্টরের দানেশ ও লক্ষ্মী পোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। এর পাল্টা জবাব দেয় ভারত। গতকালও পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গুলি চালায় পাক সেনা। এরইমধ্যে পাক সংবাদমাধ্যমে তাদের দুই সেনার মৃত্যুর কথা জানিয়েছে। পাক সেনাসূত্র উল্লেখ করে এ কথা জানানো হয়েছে।