দুবাই: বৃহস্পতিবার আবু ধাবিতে এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি। সুনীল ছেত্রীরা লড়াই করেও ০-২ গোলে হেরে যান। তবে ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।
কী রয়েছে সেই ভিডিওতে? দেখা গিয়েছে, এক স্থানীয় ব্যক্তি হাতে লাঠি নিয়ে একটি পাখির খাঁচার সামনে বসে রয়েছেন। আর সেই খাঁচায় বন্দি কয়েকজন ভারতীয় ফুটবল দলের সমর্থক। ওই ব্যক্তি বন্দিদের জিজ্ঞেস করছেন, তাঁরা কোন দলকে সমর্থন করেন। জবাবে 'ভারত' শুনতেই সেই ব্যক্তি বলছেন, সংযুক্ত আরব আমিরশাহিতে বসবাস করে ভারতকে সমর্থন করা ঠিক নয়। সংযুক্ত আরব আমিরশাহির নামে জয়ধ্বনি দেওয়ার পর ওই ব্যক্তিদের মুক্তি দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরশাহির অ্যাটর্নি জেনারেলের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেছিলেন, তাঁকে জেরা করার জন্য আটক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সহিষ্ণুতা-বিরোধী এই কাজ কোনও ভাবেই সমর্থনযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পরে সেই ভিডিও রেকর্ড করা ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় যদিও জানান, নিছক মজা করার জন্যই ভিডিওটি তৈরি করেছিলেন।