কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সব থেকে ‘সহজলভ্য’, তালিকা দিল জাপানি পত্রিকা, পরে ক্ষমাপ্রার্থনা
ABP Ananda, Web Desk | 10 Jan 2019 10:37 AM (IST)
টোকিও: কোন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সব থেকে সহজলভ্য। মদ্যপান করানোর পর কাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া সব থেকে সহজ। এরই এক মনগড়া তালিকা তৈরি করে সাপ্তাহিক জাপানি ট্যাবলয়েড স্পা। পরে চাপের মুখে তারা অবশ্য ক্ষমাপ্রার্থনা করেছে। ২৫ ডিসেম্বরের সংখ্যায় পত্রিকাটি এ ব্যাপারে একটি লেখা বার করে। তাতে জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হয়, কোন বিশ্ববিদ্যালয়ের মেয়েদের মদ্যপান করিয়ে যৌনতার জন্য রাজি করানো কতটা সহজ। এ ধরনের পার্টিতে মেয়েরা কতটা সহজলভ্য, তাও ‘জানায়’ তারা। পত্রিকাটি প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশের নারীসমাজ। একজন ইউটিউবে ভিডিও পোস্ট করে ওই পত্রিকার বিরুদ্ধে প্রচার শুরু করেন। আর একজন চেঞ্জ ডট ওআরজি-তে একটি আবেদন রাখেন এ ব্যাপারে। সেই আবেদনে সই পড়েছে ৩৫,০০০-এর বেশি। এই পরিস্থিতিতে সর্বসমক্ষে ক্ষমা চায় অভিযুক্ত ট্যাবলয়েড। বলে, উত্তেজক ভাষা ব্যবহার করায় তারা দুঃখিত, বিশেষ করে পাঠকরা ক্ষুব্ধ হওয়ায় ক্ষমা চাইছে তারা। জাপানের বিশ্ববিদ্যালয়গুলিতে মদ্যপান সংক্রান্ত এমন এক পার্টি হয় বলে খবর, যেখানে যোগ দেওয়ার জন্য ছেলেরা মেয়েদের অর্থ দেন। ছাত্রছাত্রীদের মধ্যে এই পার্টি অত্যন্ত জনপ্রিয়, এ জন্য নাকি একটি অ্যাপও রয়েছে, যার মাধ্যমে যুবক যুবতীরা পরস্পরের সন্ধান করেন। স্পা ট্যাবলয়েডের দাবি, বিশ্ববিদ্যালয়ের যে তালিকা তারা প্রস্তুত করেছে, তা ওই অ্যাপ প্রস্তুতকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে নির্মিত। যদিও আলোচিত সংখ্যাটি বাজার থেকে তুলে নেওয়ার কোনও প্রতিশ্রুতি তারা দেয়নি। অর্থাৎ আগ্রহীরা তা আগের মতই কিনতে পারবেন।