লস অ্যাঞ্জেলেস: লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্যুটআউটে চাঞ্চল্যকর তথ্য। অধ্যাপককে খুনের আগে নিজের স্ত্রীকেও হত্যা করেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। মার্কিন দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে মিনেসোটার বাড়িতে স্ত্রী অ্যাশলে হ্যাসটিকে খুন করেন মৈনাক। তারপর ২ হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অধ্যাপককে খুন করে আত্মঘাতী হন তিনি। মিনেসোটার হান্নেপিন কাউন্টির আধিকারিকরা জানিয়েছেন, ২০১১-র ১৪ জুন অ্যাশলের সঙ্গে বিয়ে হল মৈনাকের। তবে তাঁদের বিয়ে ভেঙে গিয়েছিল কিনা, তা স্পষ্ট নয়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, উইলিয়াম ক্লুগ নামে যে অধ্যাপককে খুন করেন মৈনাক, তাঁর তত্ত্বাবধানেই পিএইচ ডি করেছিলেন তিনি। সম্প্রতি, উইলিয়ামের বিরুদ্ধে তাঁর কম্পিউটার কোড চুরি করে গবেষণাপত্র হাতিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মৈনাক। যা দেখে পুলিশের অনুমান, পুরনো আক্রোশ থেকেই অধ্যাপক উইলিয়াম ক্লুগকে হত্যা করেন এই বাঙালি বন্দুকবাজ। কিন্তু, কেন নিজের স্ত্রীকে খুন করলেন মৈনাক? কারণ নিয়ে ধন্দে তদন্তকারীরা।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান চার্লি বেকের দাবি, আগে থেকেই ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে শ্যুটআউটের পরিকল্পনা করেছিলেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। শুধু অধ্যাপক উইলিয়াম ক্লুগই নন, মৈনাকের নিশানায় ছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপকও। কিন্তু, ক্যাম্পাসে ঢুকে তাঁকে খুঁজে পাননি মৈনাক। বেক জানিয়েছেন, মৈনাকের ব্যাকপ্যাকে একটি নোট পাওয়া যায়। ওই নোটে তিনি তাঁর পোষা বিড়ালের যত্ন নেওয়ার করা বলে গিয়েছেন। সেই সূত্র ধরেই মৈনাকের মিনেসোটার বাড়িতে গিয়ে একটি কিল লিস্ট পাওয়া যায়। ওই তালিকায় ক্লুগ ছাডাও বিশ্ববিদ্যালয়ের আর এক অধ্যাপক ও এক মহিলার নাম ছিল। এই মহিলা সম্ভবত অ্যাশলে।
পুলিশের দাবি, দু’টি স্বয়ংক্রিয় পিস্তল এবং বাড়তি ম্যাগাজিন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিলেন মৈনাক। কিন্তু, কেন দু’জনকে খুন করতে এত অস্ত্র ও গুলি এনেছিলেন তিনি? তাহলে কি আরও কয়েকজনকে হত্যার পরিকল্পনা ছিল মৈনাকের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৈনাকের অভিযোগ ছিল, অধ্যাপক উইলিয়াম ক্লুগ কম্পিউটার কোড চুরি করে তাঁর গবেষণাপত্র অন্য কাউকে দিয়ে দিয়েছিলেন। সেই গবেষণা তথ্য হাতছাড়া হওয়ার আশঙ্কা এবং তার থেকে জন্ম নেওয়া আক্রোশ থেকেই কি দফতরে ঢুকে খুব কাছ থেকে উইলিয়াম ক্লুগকে পরপর গুলি করেন মৈনাক? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অধ্যাপককে মারার আগে স্ত্রীকেও খুন করেন ক্যালিফোর্নিয়ার বন্দুকবাজ মৈনাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jun 2016 03:50 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -