লন্ডন: পূর্ব লন্ডনের টেমস্ নদীতে নৌকা-বিহারে বেরিয়েছিলেন দেড়শোরও বেশি মানুষ। তাঁদের মধ্যে অধিকাংশই বাঙালি। মনোরম বিকেল, সেইসঙ্গে রবীন্দ্রসংগীত, চলছিল মজা, খেলাধূলা। কিন্তু সেলিব্রেশনের মাঝে হঠাতই বিপত্তি। মাঝনদীতে আগুন লেগে যায় নৌকোয়। নদীতেই ভেঙেচুরে ডুবে যায় নৌকোটি। কিন্তু সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান যাত্রীরা, এমনই সূত্রের খবর।
ব্রিটেনের সবথেকে পুরানো সাংস্কৃতিক সংগঠন ‘দ্য টেগোরিয়ানস্’(স্থাপিত:১৯৬৫)-এর গোল্ডেন জুবিলি উপলক্ষ্যে আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন সংগঠনের সদস্যরা। নৌকায় যাত্রীদের মধ্যে অধিকাংশই বাঙালি। সংগঠনের মুখপাত্র জানিয়েছেন, উৎসব চলার তিন-চার ঘন্টা পরই ইঞ্জিনে আগুন জ্বলে যায়। ধোঁয়ায় ঢেকে যায় বোট। আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এমারজেন্সি সার্ভিসে। দমকল বাহিনী এসে যাত্রীদের উদ্ধার করে দুটি বোটে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। তিনি জানিয়েছেন, সকলেই সুরক্ষিত রয়েছেন। শুধু কয়েকজনের সামান্য আঘাত লেগেছে।
নৌকোর কোম্পানি ওই সংগঠনের কাছে ক্ষমা চেয়েছে। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে তারা।
টেমস্ নদীতে নৌবিহারের সময় প্রবাসী বাঙালিদের নৌকোয় আগুন, নিরাপদে সকলে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2016 01:14 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -