লন্ডন: লন্ডনের আদালতে বড়সড় ধাক্কা খেলেন বিজয় মাল্য। ১৩টি ভারতীয় ব্যাঙ্কের অনুকূলে দেওয়া ইউকে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে করা লিকার ব্যারনের আবেদন খারিজ করল বিশেষ আপিল কোর্ট।


হাইকোর্টের রায় ভাল করে খতিয়ে দেখে মাল্যর বিরুদ্ধে রায় দেয় আপিল কোর্টের বিচারকমণ্ডলী। লন্ডনের এক শীর্ষ আইনজীবী কার্তিক মিত্তল জানান, ব্রিটিশ আইনে কেউ যতবার খুশি আবেদন করতে পারেন না। এটা নিয়ন্ত্রিত। তিনি বলেন, কোনও পক্ষকে মূল আদালত অথবা আপিল কোর্ট আবেদন করার মান্যতা দিলে তবেই সেই সংশ্লিষ্ট পক্ষ আবেদন করতে পারবেন।


মিত্তলের মতে, মামলা যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় বা আবেদনকারী যদি যথেষ্ট প্রমাণ দেখাতে পারেন যে, তাঁর আর্জি গ্রহণ করা উচিত, তাহলেই একমাত্র ওই আবেদন গ্রহণ করা হয়। ফলত, অধিকাংশ ক্ষেত্রে আবেদন খারিজ হয়ে যায়। এমনটাই জানিয়েছেন মিত্তল। তিনি যোগ করেন, এই মামলায় মাল্য আর নতুন করে আবেদন করতে পারবেন না।


প্রসঙ্গত, ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা ফেরত না দিয়ে দেশ ছেড়ে ব্রিটেনে গিয়ে আস্তানা গেড়ে বসেন মাল্য। টাকা ফেরত পাওয়ার জন্য ব্রিটিশ উচ্চ আদালতে মাল্যর বিরুদ্ধে মামলা দায়ের করে ১৩টি ভারতীয় ব্যাঙ্কের একটি কনসর্টিয়াম। ব্যাঙ্কগুলির দাবি ছিল, ঋণের অর্থ উদ্ধার করার জন্য তাদের অনুমতি দেওয়া হোক। এর জন্য বিদেশে লিকার ব্যারনের সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চাওয়া হয়।


গত ৮ মে, ১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ওই মামলায় মাল্যর বিরুদ্ধে রায় দেয় ইংল্যান্ডের উচ্চ আদালত। সেখানে ভারতীয় ব্যাঙ্কগুলির দাবিকে মান্যতা দেওয়া হয়। অনুমতি দেওয়া হয়, যাতে ইংল্যান্ডে মাল্যর সম্পত্তি ক্রোক করে তা থেকে ১.৫৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৩৮০ কোটি টাকা) উদ্ধার করতে পারে ব্যাঙ্কগুলি।


তবে, বিশ্বব্যাপী মাল্যর সম্পত্তি ক্রোক করার অনুমতি দেননি বিচারপতি অ্যান্ড্রু হেনশ। তিনি জানান, কেবলমাত্র ইংল্যান্ড ও ওয়েলসে থাকা মাল্যর সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ভারতীয় ব্যাঙ্কগুলি। এমনকী, মাল্যকে ওই আদালতে পুনঃআবেদন করার অনুমতিও খারিজ করে দেন বিচারক। যার জেরে বিশেষ আপিল আদালতে আবেদন করেন মাল্য।


এর পাশাপাশি, ৬২ বছরের শিল্পপতি মাল্যর বিরুদ্ধে ব্রিটিশ আদালতে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগ তুলে এদেশে প্রত্যর্পণের অনুমতি দেওযার আহ্বান জানিয়ে মামলা দায়ের করেছে ভারত। সেই মামলায় জামিনে রয়েছেন লিকার ব্যারন।