লন্ডন: হায়দরাবাদের সপ্তম নিজাম আসফ জাহর সাড়ে তিন কোটি পাউন্ডের উপর পাকিস্তানের অধিকারের দাবি খারিজ করে দিল ব্রিটিশ হাইকোর্ট। ফলে সাত দশকেরও বেশি পুরনো মামলায় জয় হল ভারত এবং নিজামের উত্তরাধিকারী মুকাররম জাহের।

১৯৪৮ সালে লন্ডনে পাকিস্তানের হাই কমিশনারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ পাউন্ড ও এক গিনি জমা দেন হায়দরাবাদের তৎকালীন নিজাম। হায়দরাবাদ তখনও ভারতের সঙ্গে যুক্ত হয়নি। ভারতের আগ্রাসনের আশঙ্কায় এই অর্থ পাকিস্তানের হাই কমিশনারের জিম্মায় রাখেন নিজাম। তবে কয়েকদিন পরেই তিনি দাবি করেন, তাঁর সম্মতিতে এই অর্থ পাক হাই কমিশনারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়নি। তিনি এই অর্থ ফেরত চান। কিন্তু সেই ব্যাঙ্ক জানায়, পাকিস্তানের সম্মতি ছাড়া অর্থ ফেরত দেওয়া যাবে না। পাঁচের দশকে ওই ব্যাঙ্কের বিরুদ্ধে মামলা করেন নিজাম। বিষয়টি ইংল্যান্ডের আইনসভার উচ্চকক্ষ হাউস অফ লর্ডস পর্যন্ত গড়ায়। কিন্তু সেখানেও কোনও সমাধানসূত্র না মেলায় সেই অর্থ আটকে রয়েছে। ১০ লক্ষ পাউন্ড এতদিনে বেড়ে হয়েছে সাড়ে তিন কোটি পাউন্ড।

২০১৩ সালে এই অর্থের অধিকার দাবি করে পাকিস্তান। তারা মুকাররমের বিরুদ্ধে মামলা করে। তবে সেই মামলায় হেরে গেল পাকিস্তানই।