নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে ভারতে নাশকতা চালাতে পারে পাক-জঙ্গিরা। এমন আশঙ্কা করছে বিশ্বের কয়েকটি দেশ। দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের। আমেরিকার মতে, জঙ্গি-গোষ্ঠীগুলির ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত ইসলামাবাদের।
মার্কিন প্রতিরক্ষা সহ-সচিব(ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিষয়ক) র্যান্ডাল শিভার বলেন, অনেকেই মনে করছেন, পাকিস্তানের উচিত জঙ্গিগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা। যাতে তারা ভারতে সীমান্তপার সন্ত্রাস না চালাতে পারে। কারণ, কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের পরে অনেক জঙ্গিগোষ্ঠী সেখানে নাশকতা চালানোর ছক কষছে।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে চিনের সমর্থন নিয়ে র্যান্ডাল বলেন, আমার মনে হয়, চিনও চাইবে না, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ বৃদ্ধি পাক। তিনি যোগ করেন, পাকিস্তানকে চিনের সমর্থন মূলত কূটনৈতিক ও রাজনৈতিক স্তরেই সীমাবদ্ধ।
তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করেছে চিন। কিন্তু তার একটা সীমাবদ্ধতা রয়েছে। কাশ্মীর ইস্যু রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করতে পাক প্রস্তাবকে সমর্থন করেছে চিন। আমার মনে হয় না, এর চেয়ে বেশি সক্রিয় হবে বেজিং।
কাশ্মীর: ভারতে নাশকতা চালাতে পারে পাক জঙ্গিরা, আশঙ্কা আমেরিকার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2019 05:20 PM (IST)
আমেরিকার মতে, জঙ্গি-গোষ্ঠীগুলির ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত ইসলামাবাদের।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -