লন্ডন: চিকিৎসকের নাম রূপল মোর্জারিয়া। কাজ করেন বার্মিংহামের সলিহাল হাসপাতালে। এক রোগিণীর চোখ থেকে ২৭টি কনট্যাক্ট লেন্স খুঁজে পেয়েছেন তিনি।
৬৭ বছরের ওই মহিলার ছানি অপারেশনের কথা ছিল। ট্রেনি চক্ষু চিকিৎসক রূপাল তাঁর চোখ পরীক্ষা করতে গিয়ে প্রথমে ১৭টি লেন্স খুঁজে পান। তারপর পান আরও ১০টি লেন্স।
রূপল মোর্জারিয়া
রূপল জানিয়েছেন, চোখের মধ্যে আটকে থাকা এত কনট্যাক্ট লেন্স এর আগে তাঁরা কেউ দেখেননি। সব লেন্সগুলি একসঙ্গে আটকে ছিল। অদ্ভূত ব্যাপার হল, রোগিণী নিজে এ ব্যাপারে এতদিন খেয়াল করেননি অথচ চোখে লেন্স আটকে থাকলে প্রচণ্ড জ্বালা করার কথা।
চোখে যে অস্বস্তি হচ্ছিল, তা বয়সের জন্য চোখ শুকিয়ে যাওয়ার কারণে হয়েছে ভেবেছিলেন তিনি।
জানা গিয়েছে, ওই মহিলা ৩৫ বছর ধরে প্রতি মাসে ব্যবহারযোগ্য লেন্স পরছেন। কিন্তু কখনও চোখের কোনও সমস্যার জন্য ডাক্তার দেখাননি তিনি। অনলাইনে লেন্স কিনে ব্যবহার করছিলেন।
মহিলার ছানি অপারেশন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁর চোখে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক রোগিণীর চোখে খুঁজে পেলেন ২৭টি কনট্যাক্ট লেন্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jul 2017 10:10 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -