এক বিবৃতিতে তিনি বলেছেন, নির্বাচনী সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তিতে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একদিকে দেশের সব অংশের মানুষকে সঙ্গে নিয়ে চলা, অন্যদিকে লাগাতার উন্নয়ন, দুইয়ে মিলে ভারতের সামনে এক উচ্চাকাঙ্খী স্বপ্ন দেখাচ্ছেন তিনি। ভারতকে বদলে ফেলা ও ভারত-ব্রিটেন সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাঁর দৃষ্টিভঙ্গিকে সমর্থনে দায়বদ্ধ আমরা।
৪৪ বছর বয়সি রক্ষণশীল দলের এই এমপি নিজে গুজরাতি সম্প্রদায়ভুক্ত। যবে থেকে মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁর হয়ে ব্র্রিটেনে গলা ফাটাচ্ছেন পটেল।
তিনি এও বলেছেন, বিশ্বের বৃহত্তম, সবচেয়ে প্রাচীন গণতন্ত্র হিসাবে ভারত ও ব্রিটেনের মধ্যে দীর্ঘদিনের মৈত্রী তৈরি হয়েছে, যার মূলে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ, একক ইতিহাস ও স্বার্থ। আমাদের ক্রমবর্ধমান অংশিদারিত্বের সামনে একটা নতুন আশার সঞ্চার করেছেন মোদী, মন্তব্য করেছেন পটেল।