লন্ডন: ওয়েস্টমিনিস্টার অ্যাবের চারপাশে এবার বিছানো থাকবে ডিজিটাল ফোর্স ফিল্ড। বাকিংহাম প্যালেস ও লন্ডন ব্রিজেও একইরকম ব্যবস্থা। ব্রিটিশ সরকার মনে করছে, এভাবেই গাড়ি দিয়ে পথচারীদের পিষে দেওয়ার মাধ্যমে দেশে যে সন্ত্রাস শুরু হয়েছে, তাকে উৎখাত করতে এই ব্যবস্থা কাজে দেবে।

এই ডিজিটাল ফোর্স ফিল্ড আর কিছুই নয়, উপগ্রহকে ব্যবহার করে নির্দিষ্ট কিছু জায়গা ইলেকট্রনিক বেড়া দিয়ে ঘিরে দেওয়া। এর সঙ্গে যোগ থাকবে কম্পিউটারের। যদি অনুমতি ছাড়া কোনও গাড়ি ওই এলাকায় ঢোকার চেষ্টা করে, স্বয়ংক্রিয়ভাবেই তার গতি কমিয়ে দেওয়া যাবে বা নিয়ন্ত্রণে আনা যাবে পরিস্থিতি।

ব্রিটেনের পরিবহণ বিভাগ ইন্টারনেটের মাধ্যমে এই একের পর এক জঙ্গি হামলার সমাধান খোঁজা শুরু করেছে।

সুইডেন ইতিমধ্যেই এ ধরনের প্রযুক্তির খোঁজ পেয়েছে। এই এপ্রিলে স্টকহোমে ভিড়ে বোঝাই রাস্তায় ট্রাক চালিয়ে ৪ জনকে পিষে মারে উজবেকিস্তান থেকে আসা এক ব্যক্তি। তাই ভারি গাড়িতে এমন প্রযুক্তির ট্রায়াল দিচ্ছে তারা, যাতে লাইসেন্সড গাড়ি তার জন্য নির্দিষ্ট জায়গাতেই শুধু ঘোরাঘুরি করতে পারে।

এর মাধ্যমে বাইরে থেকে গাড়ির গতি নিয়ন্ত্রণও সম্ভব।

গাড়িকে যাতে জঙ্গিরা গণহত্যার অস্ত্র না বানিয়ে ফেলে, সে জন্য এভাবেই চেষ্টা চলছে।