ইসলামাবাদ: অতীতে যেভাবে জম্মু ও কাশ্মীরের বিষয়ে নিজেদের অবস্থানের সঙ্গে ভারতকে মানিয়ে নিতে বাধ্য করা যেত, এখন আর সেটা হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না। এমনই দাবি করল পাকিস্তানেরই একটি বিখ্যাত সংবাদপত্র। হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা নিয়েও মার্কিন বিদেশ দফতরের সমালোচনা করেছে ওই সংবাদপত্র।

ওই সংবাদপত্রের সম্পাদকীয়তে ভারত-মার্কিন সখ্যতার কথা উল্লেখ করে লেখা হয়েছে, ‘ঐতিহাসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে আলোচনায় বসার বিষয়ে উৎসাহ দিয়েছে। আলোচনার মাধ্যমেই দু দেশের বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কাশ্মীর নিয়ে বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষ নেওয়ায় সেই আলোচনায় উৎসাহ দেওয়া অর্থহীন হয়ে পড়েছে।’

মোদী-জমানায় ভারতের বদল প্রসঙ্গে ওই সংবাদপত্রে লেখা হয়েছে, ‘সামরিক-অসামরিক সম্পর্ক কাজ না করা, নিরাপত্তা সংস্থাগুলির একগুঁয়েমি বা পিএমএল-এন সরকারের অনিচ্ছা, যে কারণেই হোক না কেন, পাকিস্তান নিজেদের রাস্তায় ভারতকে নিয়ে আসতে পারেনি। কাশ্মীরে তিন দশকের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পর ভারতই বুঝিয়ে দিয়েছে, কাশ্মীরকে ভাঙা সম্ভব। কিন্তু একটাই বদল হয়েছে, ভারতের আগ্রাসনের ফল ভয়াবহ হতে পারে।’