লন্ডন: ব্রেক্সিটে নারাজ ৪০ লাখের বেশি ব্রিটিশ নাগরিক ফের গণভোটের দাবিতে পিটিশন দিলেও সেই দাবি খারিজ করল ব্রিটেন। লন্ডন জানিয়ে দিয়েছে, দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চেয়েছেন, সেই দাবিকে সম্মান করতে হবে। ২৩ জুনের গণভোটে ইইউপন্থীদের হারিয়ে জিতে যান ব্রেক্সিটপন্থীরা। সে কথা উল্লেখ করে সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ৩ কোটির বেশি নাগরিক ব্রেক্সিট চেয়েছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য এখন ব্রিটেনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সরকার যাই বলুক, ব্রিটেনের যুবসমাজের সিংহভাগই কিন্তু ইইউ-এ থেকে যাওয়ার পক্ষপাতী। দ্বিতীয় গণভোট চেয়ে যে পিটিশন জমা পড়েছে, তা এখনও পর্যন্ত সবথেকে বেশি স্বাক্ষরিত হওয়া সরকারি পিটিশন। অদ্ভুতভাবে এক ব্রেক্সিট সমর্থকই এই পিটিশনটি চালু করেছিলেন, দাবি ছিল, মোট নাগরিকসংখ্যার ৭৫ শতাংশের কম যদি ব্রেক্সিট নিয়ে ভোট দেন, তবে ব্রেক্সিটপন্থী বা বিরোধী- কোনও পক্ষ যদি ৬০ শতাংশের কম ভোট পেয়ে জেতে, তবে সেই ভোট বাতিল করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নে থাকতে চেয়ে ইইউপন্থীরাই এই পিটিশনে বেশি স্বাক্ষর করেছেন।
ব্রেক্সিট নিয়ে ফের গণভোটের দাবি নাকচ করল ব্রিটেন
ABP Ananda, Web Desk
Updated at:
09 Jul 2016 12:33 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -