নয়াদিল্লি : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে পঞ্চম বিমান ফিরল দেশে। রোমানিয়ার বুখারেস্ট থেকে এসে দিল্লি বিমানবন্দরে নামে বিমানটি। এই দফায় আড়াইশো জন ভারতীয়কে আনা হয়েছে। ইউক্রেনের আকাশসীমা বন্ধ বলে প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে। 


অন্যদিকে আবার  গুজরাতের  প্রায় ১০০ জন ছাত্রকে সোমবার সকালে গাঁধীনগরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল স্বাগত জানিয়েছেন। এই ছাত্ররা ইউক্রেন থেকে মুম্বই ও দিল্লিতে নেমেছিল এবং ভলভো বাসে করে গুজরাতে আনা হয় তাঁদের । 

রাশিয়া ও ইউক্রেন নিয়ে এখনও ভারসাম্য বজায় রেখে চলেছে মোদি সরকার। তবে আগামীদিনে দুই দেশকে নিয়ে কূটনৈতিক রূপরেখা কী হবে, তার জন্য রবিবার রাতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলা।


তবে যুদ্ধ যতক্ষণ না থামছে নিশ্চিন্তে থাকতে পারছে না ভারতও। কারণ এখনও সেদেশে আটকে রয়েছেন এদেশের হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে যাতে সুবিধা হয়, তার জন্য তাঁদের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশবাসীকে ফিরিয়ে আনার কর্মসূচিকে, ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়েছে ভারত সরকার। 


 


 







অন্যদিকে, শেষপর্যন্ত আলোচনার টেবিলে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। বেলারুশের সীমান্তে হবে ওই বৈঠক। তবে ঝুঁকি থাকায় কিভ-এর প্রতিনিধিদল সরাসরি ইউক্রেন থেকে বেলারুশ সীমান্তে যাবে না। পোল্যান্ড হয়ে ইউক্রেনের প্রতিনিধিদল বেলারুশের গোমেল এলাকায় যাবে। সেখানেই হবে দু’পক্ষের বৈঠক। ইতিমধ্যেই ইউক্রেনের প্রতিনিধিদল বেলারুশের দিকে রওনা দিয়েছে। এখনও পর্যন্ত রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে