Russia-Ukraine War News Highlights: তুরস্ক ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা প্রক্রিয়া চলাকালীন সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। রবিবার প্রেসিডেন্ট এরদোগান ফোন করেন ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে রবিবার একথা জানানো হয়েছে। এরদোগান আরও বলেন, ইউক্রেনের মারিউপোলে আহত সাধারণ নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।ইউক্রেন বিভিন্ন দেশের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে। অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের ইউক্রেন সফরের আগেই কিভের পথে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তাঁদের সঙ্গে বৈঠকে আমেরিকার কাছ থেকে আরও সামরিক সাহায্য চাইবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সাধারণ ইউক্রেনবাসীর কথা ভেবে রাশিয়াকে আগ্রাসনের পথ ছাড়ার অনুরোধ জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
২৪ এপ্রিল। ঠিক ২ মাস আগে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরু করেছিল রাশিয়া। দু’মাস পরেও যুদ্ধ গতি কমার লক্ষণ নেই, বরং পূর্ব ইউক্রেনে যুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে রাশিয়া। এদিনই কৃষ্ণসাগর লাগোয়া ওডেসায়, রুশ সেনার হামলায় প্রাণ হারান ৫ জন। আহত ২০রও বেশি। ইউক্রেন সরকারের মতে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, খারকিভে তিন তিনটি গ্রামের দখল নিল রুশ বাহিনী। অন্তত ইস্টারের সময়টুকুর জন্য রাশিয়ার কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে ইউক্রেন।
ডনেৎস্ক, লুহানস্ক, মারিউপোল, ওডেসা, থেকে খারকিভ - পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার লাগাতার আগ্রাসন জারি। যুদ্ধ বিধ্বস্ত বন্দর শহর মারিউপোলের আজভস্টল ইস্পাত কারখানার বেসমেন্টে এখনও আটকে আছেন বহু নাগরিক। ইউক্রেন প্রশাসনের দাবি, মহিলা, শিশু মিলিয়ে সংখ্যাটা হাজারেরও বেশি! বাইরে থেকে আজভস্টল ইস্পাত কারখানা ঘিরে রেখেছে রাশিয়ার সেনা। ইউক্রেনীয় প্রশাসনের অভিযোগ, বারবার অনুরোধ সত্বেও মানবিক করিডর তৈরি করে নিরীহ নাগরিকদের নিরাপদ জায়গায় যেতে দিচ্ছে না তারা!
মস্কোর পাল্টা দাবি, সাধারণ মানুষকে ঢাল বানিয়ে রেখেছে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের স্পেশাল ফোর্স - আজভ ব্যাটেলিয়ন। ইউক্রেনের আরেক শহর খারকিভেও গোলাবর্ষণ করেছে রাশিয়া। সংঘাতের আবহে আগামী সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেন সফরে।